দেবাশীষ পাল, মালদা, আপনজন: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা মালদহের মানিকচকে নির্যাতিতা দুই মহিলার বাড়িতে দেখা করতে আসলেন। উল্লেখ্য, গত ১৮ ই জুলাই বামনগোলার পাকুয়াহাটে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় পুরো বিষয়টি খতিয়ে দেখতে আসলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন।মঙ্গলবার বন্দে ভারত ট্রেনে করে মালদায় এলেন জাতীয় মহিলা কমিশনের তিনজনের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। বন্দে ভারত ট্রেনে করে আজ সকাল সাড়ে দশটা নাগাদ মালদায় এসে পৌঁছান জাতীয় মহিলা কমিশনের তিনজনের প্রতিনিধি দল। এরপর তারা সোজা চলে আসেন মালদা সার্কিট হাউসে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর মানিকচকের উদ্দেশ্যে রওনা হন তারা। মালদার মানিকচকের দুই নির্যাতিতার সাথে দেখা করবেন তারা। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা জানান, মালদা ২ নির্যাতিত মহিলার সাথে দেখা করতে আজ মালদায় এসেছেন তারা। যেভাবে তাদের বিবস্ত্র করে মারধর করা হয়েছে, খুব লজ্জা জনক ঘটনা। এই দুই নির্যাতিতা মহিলার সাথে দেখা করার পর পুলিশ সুপারের জেলা শাসকের সাথে বৈঠক করবে কিকি ব্যাবস্থা নেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct