আপনজন ডেস্ক: বারান্দার এক কোণে সৌন্দর্যবর্ধনে অনেকেই নানা গাছ লাগান। কিন্তু আপনার জন্য উপকারী ভেষজও বারান্দায় লাগাতে পারেন। এর ইতিবাচক ফলাফলও আপনি ভোগ করতে পারবেন।
তুলসি পাতা : তুলসি পাতা অনেক কাজেই ব্যবহৃত হয়। সর্দি-কাশির সমস্যায় এই পাতার রস অনেক কাজের। তুলসি চা নিয়মিত খেলেও অনেক উপকার পাওয়া যায়। তাই বারান্দায় তুলসি গাছ লাগাতে পারেন।
ধনিয়া পাতা : রান্নার জন্য ধনিয়া পাতা অনেক জরুরি। তবে ফ্রিজে ধনিয়ে পাতা রাখলেই পচে যায়। সেজন্যই বারান্দায় ধনিয়া পাতার ব্যবস্থা করে রাখুন। যখন প্রয়োজন হবে সংগ্রহ করবেন।
ওরিগানো : ইতালীয় এবং ভূমধ্যসাগরীয় রান্নার ক্ষেত্রে ওরিগানো অনেক জনপ্রিয়। ছোট বাগানে এই ভেষজ রাখলে অনেক ওয়েস্টার্ন রান্নায় সহজেই ব্যবহার করতে পারবেন।
পুদিনা পাতা : পুদিনা পাতাও কতটা উপকারি তা অনেকেরই জানা। পুদিনা পাতা গজানোর জন্য বড় জায়গা প্রয়োজন হয় না। তাই বারান্দায় সহজেই লাগিয়ে রক্ষণাবেক্ষণ করতে পারবেন। রৌদ্রোজ্জ্বল জলবায়ুতে আংশিক ছায়া-যুক্ত জায়গায় এই গাছটি গজায়। একবার লাগালে বছরের পর বছর প্রচুর পাতা পাবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct