আপনজন ডেস্ক: পবিত্র কাবাঘর ধোয়ার কর্মসূচি পালিত হয় প্রতিবছর। এ কাজে সৌদি আরবের বাদশাহর পক্ষ থেকে মক্কার গভর্নর ও অন্য প্রতিনিধিরা অংশ নেন। আর এরই ধারাবাহিকতায় প্রতিবারের মতো এবারও বুধবার (১৫ মহররম) এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এদিকে কাবাঘর ধোয়া সংশ্লিষ্ট সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে মক্কা ও মদিনার জেনারেল প্রেসিডেন্সি বিভাগ। জেনারেল প্রেসিডেন্সির তত্ত্বাবধানে শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস এ কর্মসূচির নেতৃত্বে থাকবেন। তার সঙ্গে থাকবেন কাবাঘরের দ্বাররক্ষী শায়খ সালেহ আল-শায়বা। এ ছাড়াও মুসলিম দেশের রাষ্ট্রদূতদের এ কার্যক্রমে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়। পবিত্র কাবাঘর ধোয়ার কাজে বিভিন্ন দ্রব্য ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে গোলাপজল, উদ, আতর (পারফিউম) মিশ্রিত বিশেষ তরল (লিকুইড) পদার্থ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct