আপনজন ডেস্ক: গোল করা যেন ভুলেই গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আল নাসরের প্রাক্-মৌসুম প্রস্তুতি মোটামুটি ভালো হলেও সময়টা ভালো কাটছিল না তাঁর। প্রতিযোগিতামূলক ও প্রীতি ম্যাচ মিলিয়ে সর্বশেষ ৬টি ম্যাচে ১টিতে জিতেছে তারা। ৩টি ম্যাচ ড্র করেছে, হেরেছি বাকি ২টিতে। এই ৬ ম্যাচে আল নাসর প্রতিপক্ষের জালে ৭ বার বল পাঠিয়েছে। এর মধ্যে একটিও আল নাসরের পর্তুগিজ তারকার ছিল না। অবশেষে আজ সেই গোলের খরা কাটালেন রোনাল্ডো। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে তিউনিসিয়ার ক্লাব মোনাস্তিরের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে আল নাসর। ৭৪ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেছেন রোনাল্ডো। এই গোলে অসাধারণ একটি রেকর্ডও গড়েছেন পর্তুগালের তারকা। গোলটি তিনি করেছেন ডান প্রান্ত থেকে আসা ক্রস থেকে দুর্দান্ত এক হেডে। রেকর্ডটা এখানেই। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেড থেকে এটি রোনাল্ডোর ১৪৫তম গোল। হেড থেকে এত গোল এর আগে কেউ করতে পারেননি। হেড থেকে সবচেয়ে বেশি গোল করায় রেকর্ড বইয়ে রোনাল্ডো পেছনে ফেলেছেন জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলারকে। জার্মানির ১৯৭৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য মুলার সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেড থেকে করেছেন ১৪৪ গোল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct