আপনজন ডেস্ক: ২০০২ সালের ভয়াবহ দাঙ্গার স্মৃতি গুজরাত সরকার আর রোমন্থন করতে চায না। তবুও বিজেপি শাসিত গুজরাতে পুলিশি হেফাজতে মৃত্যু দেশের মধ্যে সবচেয়ে বেশি। মঙ্গলবার লোকসভায় জানানো হয়, গত পাঁচ বছরে গুজরাতে সবচেয়ে বেশি ৮১টি পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, ২০১৮ সালের ১ এপ্রিল থেকে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে পুলিশ হেফাজতে ৬৮৭ জনের মৃত্যু হয়েছে। গুজরাতে পুলিশ হেফাজতে ৮১ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও মহারাষ্ট্রে এই সময়ের মধ্যে ৮০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে এক লিখিত প্রশ্নের উত্তরে জানিয়েছেন তিনি। মন্ত্রী জানান, মধ্যপ্রদেশে ৫০ জন, বিহারে ৪৭ জন, উত্তরপ্রদেশে ৪১ জন এবং তামিলনাড়ুতে ৩৬ জন পুলিশ হেফাজতে মারা গেছেন।জাতীয় মানবাধিকার কমিশনের দেওয়া তথ্য উদ্ধৃত করে রাই বলেন, ২০২২-২৩ সালে পুলিশ হেফাজতে মোট ১৬৪ জন, ২০২১-২২ সালে ১৭৫ জন, ২০২০-২১ সালে ১০০ জন, ২০১৯-২০ সালে ১১২ জন এবং ২০১৮-২০১৯ সালে ১৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct