আপনজন ডেস্ক: একের পর এক সম্মান পেয়ে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। বিভিন্ন প্রকল্পে সেরা হওয়ার শিরোপা আবারও পেল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার বস্ত্র শিল্পে ‘স্কচ অ্যাওয়ার্ড’ সম্মান পাওয়ার কথা জানিয়ে নবান্নের তরফে বলা হয়েছে হয়েছে রাজ্য সরকারের ‘তন্তুজ’-এর হাত ধরে এসেছে স্টার অফ গভর্ন্যান্স- স্কচ অ্যাওয়ার্ড ইন হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল। একই সঙ্গে মিলেছে জোড়া সেরা সম্মান। একদিকে রাজ্যের বস্ত্র শিল্পে অভাবনীয় উন্নতির স্বীকৃতি স্বরূপ স্কচ অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত বাংলা। অন্যদিকে, ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগানোর জন্যও বিশেষ সম্মান মিলেছে। বস্ত্র শিল্পে নজিরবিহীন সাফল্যের কৃতিত্ব এসেছে ‘তন্তুজ’-এর হাত ধরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার হ্যান্ডলুম ও টেক্সটাইল শিল্পে অন্য রাজ্যকে টেক্কা দিয়েছে বাংলার ‘তন্তুজ’। শুধু হ্যান্ডলুম শিল্পের উন্নতি ও উৎকর্ষতা বৃদ্ধি নয় এই শিল্পের হাত ধরে কর্মসংস্থানের দিকটিও বিশেষ প্রশংসা কুড়িয়েছে। এছাড়া ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’ স্কিমে যুব সম্প্রদায়কে বিশেষ সুবিধা দেওয়ায় আরও একটি পুরস্কার এসেছে বাংলার ঝুলিতে। এই প্রকল্পে রাজ্যের ১৮- ৪৫ বছর বয়সিদের এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে রাজ্য। এই প্রকল্পটিও যথেষ্ট প্রশংসিত হয়েছে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে একটি সংবাদমাধ্যম। এই উদ্যোগের জন্যও রাজ্যের ঝুলিতে তাঁদের তরফে এসেছে বিশেষ সম্মান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct