আপনজন ডেস্ক: মক্কার পবিত্র মসজিদুল হারামে মুসল্লিদের মধ্যে ইফতারি সরবরাহের উদ্যোগ নিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। হিজরি সালের প্রতি আরবি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ ইফতারের ব্যবস্থা থাকবে। চলতি মাস মহররমের মতো প্রতি মাসেই এ ব্যবস্থাপনা থাকবে বলে জানিয়েছেন মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের মুখপাত্র প্রকৌশলী মাহির বিন মানসি আজ-জাহরানি। মসজিদ পরিচালনা পর্ষদের মুখপাত্র জানান, পবিত্র মসজিদুল হারাম ও এর আশপাশে রোজাদার ও মুসল্লিদের অভ্যর্থনা জানাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে প্রতি আরবি মাসের মতো চলতি মাস মহররমের আইয়ামে বিজ তথা ১৩, ১৪ ও ১৫ তারিখ ইফতারের ব্যবস্থা থাকবে। এ জন্য রোজাদারদের ইফতারের নির্ধারিত স্থান দেখিয়ে দিত মসজিদের প্রবেশমুখে দায়িত্বশীল নিযুক্ত করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct