আপনজন ডেস্ক: আইফোন কিনতে নিজের কোলের শিশুটিকে বিক্রি করে দিলেন এক দম্পতি। ইনস্টাগ্রামে রিলস বানাতে তাদের দরকার ছিল একটি আইফোনের। সেটা করতে আইফোনের টাকা জোগাড় করতে নিজের ৮ মাসের শিশুকে বিক্রি করে দিলেন উত্তর ২৪ পরগণার এক দম্পতি। এই ঘটনায় শিশুটির মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।বাবা পলাতক রয়েছেন। জানা গিয়েছে, ছোট ওই শিশুটির বাবার নাম জাদভ ঘোষ এবং মায়ের নাম সাথী ঘোষ। এই দম্পতির সাত বছর বয়সী আরেকটি মেয়ে রয়েছে। তাদের ইচ্ছে ছিল পুরো বাংলা জুড়ে ভ্রমণ করার সময় ইনস্টাগ্রামের জন্য রিলস তৈরি করা। তবে এই ঘটনাটি প্রকাশ্যে আসে যখন তাদের প্রতিবেশীরা শিশুটিকে বেশ কয়েকদিন ধরে দেখতে পান না। তাছাড়া আর্থিক অনটনের মধ্যে থাকা এই দম্পতির কাছে আইফোন ১৪ দেখে তারা বেশ অবাক হন। কারণ মোবাইলটির দাম লাখ টাকারও বেশি। পরে প্রতিবেশীরা একত্রিত হয়ে ওই দম্পতিকে শিশুটির কথা জানতে চাইলে, চাপের মুখে পরে শিশুটির মা স্বীকার করেন আইফোন কেনার জন্য তাদের বাচ্চাকে বিক্রি করে দিয়েছেন। পুলিশ দম্পতির বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং যে শিশুটিকে কিনেছিলেন তার বিরুদ্ধেও মানব পাচারের অভিযোগ রয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct