সঞ্জবি মল্লিক, বাঁকুড়া, আপনজন: রাজ্যজুড়ে ডেঙ্গির চোখ রাঙ্গানি মৃত্যু হচ্ছে একের পর এক, এমত পরিস্থিতিতে উদাসীন বিষ্ণুপুর পৌরসভা, মল্লরাজাদের প্রাচীন ভূমি বাঁকুড়ার বিষ্ণুপুর৷ মল্লরাজাদের নানান প্রাচীন ঐতিহ্যের স্মৃতি বহন করে চলেছে এই বিষ্ণুপুর। মল্লরাজাদের সৌজন্যে বিষ্ণুপুর আজ পর্যটনের শহর হিসেবে স্থান পেয়েছে। সেই প্রাচীন ইতিহাস বিজড়িত বিষ্ণুপুর শহর নোংরা আবর্জনা ফেলার ঠিকানা এখন এই শহরের ব্যস্ততম রাস্তা। যে কারণে বাঁকুড়া আরামবাগ রাজ্য সড়কের ওপর জমেছে বিষ্ণুপুর পৌরসভার আবর্জনার স্তুপ, আবর্জনা পাহাড়ের আকার ধারণ করেছে, চারিদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ, রাস্তা পারাপারে দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের নাক মুখ ঢেকে কোনরকমে রাস্তা পারাপার করছেন তারা, আবর্জনা দখল করতে শুরু করেছে রাজ্য সড়ক, আবর্জনার নোংরা জলে শুরু হয়েছে মশার বিচরণ, মশার দলেরা মহানন্দে খেলা করছে আবর্জনার নোংরা জলে । আর এখান থেকেই ছড়াতে পারে ডেঙ্গি, আশঙ্কা করছেন স্থানীয় মানুষ এবং পথে চলতি মানুষেরা। ১৮৭৩ সালে প্রতিষ্ঠা হয় বিষ্ণুপুর পৌরসভা, ১৫০ বছর অতিক্রম করলেও এখনো পর্যন্ত পৌরসভায় নেই কোন স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড। তবে বর্তমান সময়ে বিষ্ণুপুর পৌরসভার পক্ষ থেকে একটি ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা হচ্ছে যদিও তা অসম্পূর্ণ। শহরের ১৯ টি ওয়ার্ডের আবর্জনা ফেলার জন্য এখনো পর্যন্ত নেই কোন স্থায়ী জায়গা, যে কারণেই শহরের পাশ দিয়ে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে নোংরা আবর্জনা। আর এই নোংরা আবর্জনা থেকেই বাড়তে পারে ডেঙ্গু মশার উপদ্রব, আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী দাবি ১৫০ বছরের পৌরসভায় এখনো পর্যন্ত কেউ ডাম্পিং গ্রাউন্ড করতে পারেনি। সেই ডাম্পিং গ্রাউন্ড করছেন তারা, ইতিমধ্যেই তার কাজ শুরু হয়েছে, সামনেই পুজোর আগে ডাম্পিং গ্রাউন্ডের কাজ সমাপ্ত হবে তারপর থেকে শহরের সমস্ত আবর্জনা নির্দিষ্ট জায়গায় ডাম্পিং গ্রাউন্ডেই ফেলা হবে। রাজ্য সড়কের পাশে আবর্জনার স্তুপ নিয়ে শাসক দলকে তীব্র আক্রমণ বিজেপির, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি দেবপ্রিয় বিশ্বাস বলেন বিষ্ণপুর শহরের নয়ানজুলি গুলি বুঝিয়ে দিয়ে আবর্জনা ফেলা হচ্ছে, এই আবর্জনা স্তূপ নিয়ে চেয়ারম্যান কে বলা হয়েছে SDO কে চিঠি করা হয়েছে, তাও কোন ব্যবস্থা নেয়নি তারা, বিষ্ণুপুরের মানুষ মরুক বা বাচুক তাদের দেখার দরকার নেই। এরা মানুষের ওপর ট্যাক্স চাপিয়ে কিভাবে মানুষকে শোষণ করা যায় তার চিন্তা ভাবনা করছে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct