নাজিম আক্তার, চাঁচল, আপনজন: গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে উঠলো মালদহের চাঁচল-২ নং ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের মহানন্দা নদী সংলগ্ন ভবানিপুর গ্রাম। স্থানীয় একটি জলাধারের সামনে স্নান করা নিয়ে বচসায় জড়িয়ে পড়ল তৃনমূল ও সিপিআইএম সমর্থকেরা।বাঁশ লাঠি নিয়ে ব্যাপক সংঘর্ষ বাধে দুই পক্ষের মধ্যে। স্থানীয় সূত্রে খবর,বাদি-বিবাদিরা তৃণমূল ও সিপিআইম সমর্থক। ঘটনায় মাথা ফেটে রক্তাক্ত হয়েছে তৃণমূল সমর্থক ফাইয়াজ আলী ও আক্রান্ত হয়েছে তার স্ত্রী পারভিন বিবি সহ তার পরিবারের বেশ কয়েকজন। জানা গিয়েছে,ফাইয়াজ আলীর বাড়ীর পাশে, একবছর আগে এলাকার পানীয় জলের সঙ্কট মেটাতে পঞ্চায়েতের তরফে একটি সাব মার্সিবল পাম্প বসানো হয়।প্রায় ৫০ টি পরিবারের একমাত্র ভরসা ওই সাব মার্সাল।তবে পানীয় জল নেওয়ার পাশাপাশি স্থানীয়দের অনেকেই সেখানে স্নান সারেন।স্নানের জল গড়িয়ে যায় রাস্তায়।রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন পথচারীরা ।চারদিন আগে ফাইয়াজ এনিয়ে প্রতিবাদ করেন।সেইসময় অভিযুক্তরা ফাইয়াজের উপর চড়াও হয়। বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মাথা ফাটিয়ে রক্তাক্ত করা হয় ফাইয়াজকে।তার পরিবারের লোকেরা বাধা প্রদান করলে তারাও আক্রান্ত হন বলে অভিযোগ।চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালে চিকিৎসার পর আক্রান্তের স্ত্রী পারভিনা বিবি পাঁচজনের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি সাব-মার্সিবল পাম্প সহ ট্যাঙ্ক ভাঙচুরের অভিযোগ উঠেছে।ইতিমধ্যে গ্রামজুড়ে জল সঙ্কট দেখা দিয়েছে।আক্রান্ত ব্যক্তি ফাইয়াজ আলী অভিযোগ করে বলেন,সিপিআইএমের দলবল বাঁশ লাঠি দিয়ে আমার মাথা ফাটিয়ে দিয়েছে।পাঁচটি সেলাই করা হয়েছে।দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।যদিও সিপিআইএম সমর্থকেরা পাল্টা ফাইয়াজের বিরুদ্ধে মারধর অভিযোগ তুলেছে।সাব মার্সাল ভাঙচুরের অভিযোগ ভিত্তিহীন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct