শামিম মোল্যা, বসিরহাট, আপনজন: রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। এই ঘটনাটি ঘটেছে হাসনাবাদ ব্লকের দক্ষিণ ভেবিয়া এলাকায়। ভেবিয়া অঞ্চলের দক্ষিণ বাজার থেকে খড়মপুর পর্যন্ত দীর্ঘ ৫ কিলোমিটার রাস্তার বেহাল দশা। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ যাতায়াত করে। এছাড় স্কুল ,কলেজ ও বাজার করতে যাওয়ার একমাত্র রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। এই বর্ষার দিনে চরম দুর্ভোগকে পড়েন টোটো, অটো, ভ্যানচালক থেকে শুরু করে নিত্যযাত্রীরা । পাশাপাশি অসুস্থ রোগীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার ক্ষেত্রেই চরম দুর্ভোগে পড়েন এলাকার মানুষজন ।গ্রামবাসীদের পক্ষ থেকে দীর্ঘদিন স্থানীয় পঞ্চায়েত ও বিডিও অফিসের কাছে অনুরোধ জানিয়ে কোন কাজ হয়নি। তাই বাধ্য হয়ে রাস্তার উপরে ধান গাছ রোপণ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন । এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ফারুক গাজী ও তাজউদ্দিনের মত এলাকাবাসীদের দাবি রাস্তা মেরামতের অভাবে এলাকায় কোন অনুষ্ঠানে আসতে চায় না অন্যান্য এলাকার লোকেরা। এছাড়াও গ্রামে যুবক এবং যুবতীদের বিবাহ বন্ধ হয়ে যাচ্ছে বেহাল রাস্তার কারণে । খানাখন্দে ভরপুর রাস্তায় গাড়ি না আসতে পারায় অসুস্থ ব্যক্তিদের খাটিয়া কিম্বা কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে কিম্বা চিকিৎসকের কাছে । আমরা স্থানীয় বিধায়ক রফিকুল ইসলাম এবং প্রশাসনিক কর্তাদের বারংবার জানিয়েও মেলেনি কোনরকম প্রতিকার। এখন রাস্তা পরিনত হয়েছে কৃষি জমিতে তাই বাধ্য হয়ে আজ ধান গাছ রোপণ করলাম প্রশাসনের দৃষ্টি ফেরাতে । যদি দ্রুত রাস্তা মেরামত না হয় আগামী দিনে আমরা গ্রামবাসীদের সঙ্গে নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো । এই বিষয়ে হাসনাবাদ ব্লকের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি এসস্কান্দার গাজী জানান, রাস্তা সংস্কারের জন্য আবেদন জমা দেওয়া রয়েছে, সেটি সরকারিভাবে অনুমোদন হয়ে রয়েছে কিন্তু পঞ্চায়েত ভোটের কারণে আমরা রাস্তা শুরু করতে পারিনি। যদিও বিষয়টা শুনলাম দ্রুত আলোচনা করে রাস্তা মেরামতির ব্যবস্থা করা যায় তার ব্যবস্থা করছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct