আপনজন ডেস্ক: মণিপুরে সহিংসতার নিন্দা জানিয়ে সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি প্রস্তাব পাস হয়েছে। বিধানসভার অধিবেশনের দ্বিতীয়ার্ধে প্রস্তাবটি পাঠ করেন রাজ্যের সংসদ বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রস্তাবের উপর বক্তব্য রাখতে গিয়ে সংঘাত-বিধ্বস্ত রাজ্যের পরিস্থিতি মোকাবেলায় বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকার নিন্দা করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর উচিত মণিপুর নিয়ে বিবৃতি দেওয়া। এটা লজ্জার বিষয় যে প্রধানমন্ত্রী বিদেশ সফরে যেতে পারেন, কিন্তু মণিপুরে যেতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রধানমন্ত্রী যদি মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে না পারেন, তাহলে আসুন আমরা (ভারত) শান্তি ফিরিয়ে আনতে পারি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বিষয়টি বিচারাধীন হওয়ায় এই আলোচনা অবৈধ। মণিপুর নিয়ে আলোচনার অনুমতি দেওয়ার এই অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আদালতের দ্বারস্থ হব। এটা ফেডারেল কাঠামোর নীতির পরিপন্থী। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর আলোচনায় অংশ নেওয়া বিজেপি ওয়াকআউট করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct