আপনজন ডেস্ক: এবার বারাণসীর জ্ঞানবাপি মসজিদ নিয়ে মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার মুখে এবার শোনা গেল বাবরি মসজিদের মতো প্রতিধ্বনি। বারাণসীর জ্ঞানবাপি মসজিদ প্রাঙ্গণে বৈজ্ঞানিক তদন্তের বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশের কয়েকদিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, মুসলিম সম্প্রদায়ের উচিত মসজিদটিকে ‘ঐতিহাসিক ভুল’ হিসেবে স্বীকার করা এবং সমাধানের জন্য এগিয়ে আসা।একটি সংবাদ সংস্থাকে দেওয়া পডকাস্ট সাক্ষাত্কারে মুখ্যমন্ত্রী এই বিতর্কের প্রথম প্রতিক্রিয়ায় দাবি করেন, জ্ঞানবাপিকে মসজিদ বলা সমস্যাযুক্ত এবং এটিকে কেবল জ্ঞানবাপি বলা উচিত। তিনি বলেন, ‘আমরা যদি একে মসজিদ বলি, তাহলে বিতর্ক হবে। মসজিদের ভেতরে ত্রিশূল কী করেগেল? সেখানে জ্যোতির্লিঙ্গের উপস্থিতি কেন? সেখানে দেবদেবীদের ছবি কেন? আমরা তাদের সেখানে রাখিনি। বিরোধ নিষ্পত্তির জন্য কী করা উচিত এমন প্রশ্নের জবাবে আদিত্যনাথ বলেন, ভবনের দেয়ালগুলি সত্য বলার জন্য চিৎকার করছে। তিনি বলেন, আমি মনে করি মুসলিম সমাজের একটি প্রস্তাব নিয়ে এগিয়ে আসা উচিত যে একটি ঐতিহাসিক ভুল হয়েছে এবং তারা একটি সমাধান চায়।বারাণসী জেলা আদালতের ২১ জুলাইয়ের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে মসজিদ পরিচালনা কমিটি আঞ্জুমান ইন্তেজামিয়া মাসজিদের আবেদনের ওপর রায় দিতে চলেছে এলাহাবাদ হাইকোর্ট। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মহম্মদ সুলেমান বলেছেন, মুখ্যমন্ত্রীর মতামত তাকে আঘাত করেছে। একজন মুখ্যমন্ত্রীর মুখে এ কথা মানায় না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct