আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং চিকিৎসকরা তাঁকে যান্ত্রিক ভেন্টিলেশন থেকে সরিয়ে নন-ইনভেসিভ সাপোর্টে রেখেছেন। পুলিশ জানিয়েছে, ৭৯ বছর বয়সি ভট্টাচার্যের সকালে বক্ষের সিটি স্ক্যান করা হয়, যার ফলে তাঁর স্বাস্থ্যের উন্নতি হয়।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে দেখতে গিয়ে বলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাস্থ্যের উন্নতি হয়েছে। তিনি সচেতন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন। সে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। তার পরীক্ষার রিপোর্টও সন্তোষজনক এবং তার প্যারামিটারগুলিও উন্নত হয়েছে। তাকে দেখার পর তিনি হাত নেড়েছেন। এ নিয়ে মমতা বলেন, আমাকে দেখার পর হাত নাড়ানোর সময় আমি তাকে স্থিতিশীল হিসেবে দেখি। তবে, চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছেন। হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের তিনি বলেন, আমি হাসপাতালকে তাদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দায়িত্বে থাকা চিকিৎসক বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তচাপ ও অক্সিজেন স্যাচুরেশন সন্তোষজনক, তবে তিনি এখনও বিপদমুক্ত নন। ২০২১ সালে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। আমরা ঘন্টার ভিত্তিতে চেক-আপ করছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct