আপনজন ডেস্ক: বিশ্বে অন্য ধর্মের তুলনায় দিন দিন মুসলিমদের সংখ্যা বাড়ছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও ইউরোপের দেশগুলোতে এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। এই তালিকায় জার্মানির নামও রয়েছে। সেখানে মুসলিমদের বৃদ্ধির হার সবচেয়ে বেশি। অনেক বিশ্লেষকের মতে আগামী ৫০ বছর পর বিশ্বে মুসলিমরাই সব চেয়ে বেশি জনসংখ্যা পরিণত হবে। বর্তমানে খৃষ্টানরা এক নাম্বারে আর মুসলিমরা রয়েছে জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে। তবে বর্তমানে পৃথিবীর কোন কোন দেশে মুসলিমদের সংখ্যা বেশি। জানা যায়, এশিয়া, ইউরোপ থেকে শুরু করে আফ্রিকা বা উত্তর আমেরিকা। পৃথিবীর প্রতিটি মহাদেশেই ছড়িয়ে রয়েছেন ইসলাম ধর্মাবলম্বীরা। কিন্তু সবচেয়ে বেশি মুসলিম বাস করেন কোন দেশে? অনেকেই হয়তো সেক্ষেত্রে নাম করবেন সউদী আরব বা সংযুক্ত আরব আমিরাত। মজার বিষয় হল কোনও আরব রাষ্ট্রই সর্বাধিক ইসলাম ধর্মাবলম্বীদের দেশ নয়। শুধু তাই নয়, বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার ১০টি দেশের মধ্যে নামই নেই মধ্য প্রাচ্যের এই দুই দেশের। মুসলিম জনসংখ্যার বিচারে দশম স্থানে রয়েছে আফ্রিকার দেশ সুদান। সেখানকার বাসিন্দাদের ৩.৯৫ কোটি ইসলাম ধর্মাবলম্বী। নবম স্থানে রয়েছে আরেক আফ্রিকি দেশ আলজিরিয়া। এখানকার ৪.১২ কোটি মানুষ মুসলিম। এই তালিকায় অষ্টম স্থানে রয়েছে তুরস্ক। ইউরোপের একমাত্র মুসলিম দেশটির জনসংখ্যার ৭.৪৪ কোটি ইসলাম ধর্ম মেনে চলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct