আপনজন ডেস্ক: রাশিয়ায় ‘হারিকেন’ হিসেবে বর্ণিত একটি তীব্র ঝড়ের সময় একটি ক্যাম্পসাইটে গাছ ভেঙে পড়ায় আটজন মারা গেছে এবং আরো ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে রবিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। ইয়োশকার-ওলা শহরের মেয়র বলেছেন, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী, আগের দিন ঘটে যাওয়া হারিকেনের কারণে মারি এলে আটজন মারা গেছে।’ মারি এল ভোলগা নদীর উত্তর তীরে অবস্থিত একটি রাশিয়ান অঞ্চল এবং ইয়োশকার-ওলা এটির বৃহত্তম শহর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct