আপনজন ডেস্ক: ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার আয়োজন করতে যাচ্ছে মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরব। মূলত ইউক্রেনে শান্তির উপায় বের করতেই এই আলোচনার আয়োজন করতে যাচ্ছে দেশটি। শনিবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আগামী মাসের প্রথম সপ্তাহে জেদ্দায় এই আলোচনা হতে পারে। সম্ভাব্য এ আলোচনার সঙ্গে যুক্ত কূটনীতিকদের সূত্রে জানা গেছে, শান্তি আলোচনায় অংশ নিতে পশ্চিমা রাষ্ট্রগুলোর পাশাপাশি ইউক্রেন, ভারত ও ব্রাজিলসহ ইন্দোনেশিয়া, মিশর, মেক্সিকো, চিলি ও জাম্বিয়াসহ ৩০টি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আগামী ৫ ও ৬ আগস্ট জেদ্দায় উপস্থিত থাকবেন। ইউক্রেন ও পশ্চিমা কর্মকর্তারা আশা করছেন, আলোচনা থেকে রাশিয়াকে বাদ দিলে বা মস্কো যদি এতে অংশ না নেয় তাহলে আলোচনা থেকে শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেনের পক্ষে আন্তর্জাতিক সমর্থন প্রকাশ পেতে পারে। বেশ কয়েকটি আন্তর্জাতিক বার্তা সংস্থায় প্রকাশিত তথ্যানুযায়ী, এ আলোচনায় রাশিয়া অংশ নেবে কি না সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া না গেলেও, দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, শান্তি আলোচনা প্রত্যাখান করছেন না তিনি। অর্থাৎ রাশিয়ার পক্ষ থেকেও এ আলোচনার ক্ষেত্রে ইতিবাচক মনোভাব দেখা গেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct