আপনজন ডেস্ক: সবাই জানেন, ঘরের ড্রয়িং রুমে কিংবা বেডরুমে একগুচ্ছ তাজা ফুল রাখলে সেই ঘরের সৌন্দর্য বেড়ে যায়।এ ছাড়া ঘরের মধ্যে তাজা ফুলের গন্ধ ছড়িয়ে পড়লে মন ও শরীর ভালো হয়ে যায় নিমিষেই। বর্তমান সময়ে ঘর সাজানোর কৃত্রিম ফুল পাওয়া গেলেও তাজা ফুলের কদর কিন্তু কমেনি মোটেও। প্রায় সবাই নিয়মিত তাজা ফুল দিয়ে ঘর সাজাতে ভালবাসেন। ফুলদানিতে তাজা ফুল দেখা যায় বেশিদিন তাজা থাকে না। দুই-তিনদিনের মাথায় সেই ফুল শুকিয়ে যায়। আবার প্রতিদিন দিন ফুল কিনে আনা ও ফুলদানিতে রাখাটাও সময়সাপেক্ষ বা ব্যয়বহুল হয়ে পরে অনেক ক্ষেত্রে। তাহলে কীভাবে ফুলদানিতে দীর্ঘদিন তাজা থাকবে ফুল? এটা করতে গেলে কিছু বিষয় মাথায় রাখবেন। প্রথমে যে ফুলদানিতে ফুল রাখবেন, তা যেন পরিষ্কার থাকে সে দিকে নজর রাখতে হবে। ফুলদানির ভিতরে সাবান থাকলে ফুলগুলি কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। ফুলের কাণ্ড বেশি ছোট করে কাটা উচিত নয়। কাণ্ড কাটার সময়ে ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন, তা হলে বেশি দিন টাটকা থাকবে। ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু জলে ডোবানো থাকবে, তাতে যেন কোনও পাতা না থাকে সেদিকে লক্ষ্য রাখা উচিত। কারণ জলে পাতা থাকলেই ফুলে তাড়াতাড়ি পচন ধরবে। দুই চামচ অ্যাপেল সাইডার ভিনিগার, দুই চামচ চিনি ও হাফ চা চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে ঢেলে দিন। এই মিশ্রণ ফুলগুলিকে বেশি দিন তাজা রাখবে। ফুলদানির জল অনেকদিন ধরে রেখে দিলেও কিন্তু সমস্যা হতে পারে। একই জল বেশি সময় ধরে রাখলে ব্যাকটেরিয়া জন্মায়। যার কারণে ফুল শুকিয়ে যেতে পারে। তাই ফুল তাজা রাখতে প্রতিনিয়ত ফুলদানির জল পরিবর্তন করুন। আলো-বাতাস চলাচল করে, এমন জায়গায় ফুলদানি রাখলে ফুল ভালো থাকবে। এমন জায়গায় ফুলদানি রাখুন, যাতে সরাসরি সূর্যের তাপ ফুলে না লাগে। ঠেবিলে ফল থাকলে তার পাশেও ফুল রাখবেন না, এতে ফুল পচে যাওয়ার আশঙ্কা বাড়ে। বেশিদিন সংরক্ষণ করতে চাইলে ফুলের কুঁড়ি বেছে নিন। এতে অনেক দিন ধরে তাজা ফুলের সৌরভ পাওয়া যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct