আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মানবতার স্বার্থে শান্তি প্রতিষ্ঠার জন্য মণিপুরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের জনগণকে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছিলেন। ট্যুইটারে তিনি বলেন, ‘মণিপুরের হৃদয়বিদারক গল্পগুলো শুনে আমার হৃদয় গভীরভাবে ব্যথা পায়। মানুষের জীবন কখনই ঘৃণার নিষ্ঠুর পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রণা সহ্য করা উচিত নয়। তবুও, ক্ষমতাসীনদের নীরবতার মুখে, আসুন আমরা এটা জেনে সান্ত্বনা পাই যে ‘ইন্ডিয়া’ ক্ষতগুলি পরিচর্চা করবে এবং মানবতার শিখা পুনরুজ্জীবিত করবে। উল্লেখ্য, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদদের ২১ জনের প্রতিনিধি দল শনিবার থেকে দু’দিনের জন্য মণিপুর সফর করেছেন। মমতা বলেন, ‘আন্তরিকভাবে মণিপুরের সাহসী ভাই-বোনদের কাছে মানবতার স্বার্থে আমি শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি। আমরা আপনাদের পাশে আছি, অকুণ্ঠ সমর্থন ও সহানুভূতি জানাচ্ছি।’ প্রসঙ্গত, মেইতেই সম্প্রদায়ের তফসিলি উপজাতি মর্যাদার দাবির প্রতিবাদে ‘আদিবাসী সংহতি মিছিল’ এর পর ৩ মে থেকে জাতিগত সংঘর্ষ শুরু মণিপুরে ১৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct