অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বর্ষাকাল এলেই ডেঙ্গির বাড়-বাড়ন্ত লক্ষ্য করা যায়। স্বাস্থ্য দফতরের তরফে এই সময় স্বভাবতই বাড়তি গুরুত্ব দেয়া হয়। ডেঙ্গি চিকিৎসার আদর্শ চিকিৎসা বিধি সম্পর্কে সরকারি চিকিৎসকদের ওয়াকিবহাল করা হয়ে থাকে। দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গি মোকাবিলায় সম্পূর্ণভাবে তৎপর রয়েছেন জেলা প্রশাসন। প্রতিদিন নিয়মিত চলছে নমুনা সংগ্রহ ও পরবর্তীতে পরীক্ষা করার কাজ। দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী গত ছয় মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা খুব একটা নেই দক্ষিণ দিনাজপুর জেলায়। তবে এই সময় ডেঙ্গুর বার বারান্তের কথা মাথায় রেখে সব দিক দিয়ে প্রস্তুত রয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জানান,‘জানুয়ারি ২০২৩ থেকে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গি সম্পর্কিত পজিটিভ কেস পাওয়া গিয়েছে ৪৪ টি। গত বছরে তুলনায় এই সংখ্যা অনেকটাই কম। প্রতিদিনই প্রায় গড়ে ২০০ টির মত টেস্ট করা হচ্ছে। প্রত্যন্ত গ্রাম্য এলাকা থেকে ডেঙ্গু টেস্টের জন্য যত নমুন এসে পৌঁছাচ্ছে, সেগুলো টেস্ট করে রিপোর্ট পৌঁছে দেয়া হচ্ছে।জেলাশাসক থেকে শুরু করে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, ব্লক স্বাস্থ্য আধিকারিক সকলে একত্রে বিশেষভাবে এ বিষয়ে কাজ করছে। আমরা সবদিক দিয়েই প্রস্তুত এবং সতর্ক রয়েছি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct