রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: মুর্শিদাবাদ জেলার কান্দি থানার মনিগ্রামের একটি খুনের ঘটনার বিচারাধীন বন্দী ছিল মোহাম্মদ আবু নাসির বিন কালাম শেখ ওরফে সুরোজ সেখ । বুধবার কান্দি মহকুমা উপ সংশোধনাগার থেকে প্রাচিল টপকে পালিয়ে গেলোআসামী সুরোজ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কান্দি শহর জুড়ে। জানা যায় বুধবার ওই বিচারাধীন বন্দিকে কোর্ট প্রোডাকশন করবার জন্য কান্দি মহকুমা উপ সংশোধনাগার থেকে কান্দি মহকুমা আদালতে নিয়ে আসা হয়েছিল এবং কোর্ট প্রোডাকশনের পর ওই বিচারাধীন বন্দিকে কান্দি মহকুমা আদালত থেকে কান্দি মহকুমা উপ সংশোধনাগারে নিয়ে যাবার সময় কান্দি মহকুমা উপ সংশোধনাগারের পাঁচিল টপকে বিচারাধীন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় শোরগোল পড়ে গেল কান্দি শহর জুড়ে। ওই বিচারাধীন বন্দিকে খুঁজে পাবার জন্য পুলিশের পক্ষ থেকে কান্দি শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয় এবং মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটি থানায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এবং এই ঘটনার পর একজন ডিএসপি পদমর্যাদার পুলিশ আধিকারিক ও দুজন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিক বুধবার সন্ধ্যায় জেলখানার আশেপাশে ঘটনার তদন্তের সাপেক্ষে আসেন। ওই বিসারাধীন বন্দিকে খুঁজে পাবার জন্য হননি হয়ে বিচারাধীন বন্দিকে খুঁজে চলেছেন পুলিশ আধিকারিকেরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা গোটা এলাকায় সামগ্রিক ঘটনা তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ প্রশাসন। একেই বোধয় বলে ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’। এত পুলিশি ঘেরাটোপে কি ভাবে এক জন বিচারাধীন বন্দি পালালো সেটাই এখন বড় প্রশ্ন?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct