আপনজন ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা প্রদেশে বন্দুকধারীদের হামলায় ৭ সেনা সদস্যসহ ৩৪ জন নিহত হয়েছেন। খবর রয়টার্সের।বুধবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, সোমবার বিকেলে জামফারা প্রদেশের মারু স্থানীয় সরকার এলাকার প্রত্যন্ত দান গুলবি জেলায় এ হামলার ঘটনা ঘটে। লাওয়ালি জোনাই নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, হামলায় ২৭ জন গ্রামবাসী নিহত হয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct