আপনজন ডেস্ক: ইসলাম ধর্মের মহাপবিত্র গ্রন্থ আল-কুরআন অবমাননা করার সুযোগ দেওয়ায় সুইডেনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ করছে প্রায় সকল মুসলিম দেশ। এরই অংশ হিসেবে এবার সুইডেনের সব পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতারের সবচেয়ে বড় সুপারমার্কেট সোক আল-বালাদি। তারা বলেছে, নিজেদের সুপারমার্কেট থেকে সুইডেনের সব পণ্য সরিয়ে ফেলবে তারা এবং পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত দেশটির কোনো পণ্য বিক্রিও করবে না। স্থানীয় একটি টিভির প্রতিবেদনে দেখানো হয়েছে, প্রতিষ্ঠানটির কর্মীরা পণ্যের তাক থেকে সুইডেনের জনপ্রিয় চকলেট নামিয়ে ফেলছেন। গত ২৮ জুন পবিত্র ঈদুল আজহার দিন এক ইরাকি উগ্রবাদী শরণার্থী সুইডেনের রাজধানী স্টকহামের সবচেয়ে বড় মসজিদের সামনে কুরআন শরীফে আগুন লাগিয়ে তা অবমাননা করেন। এমন হীন কাজের আগে পুলিশের অনুমতি নিয়ে নেন তিনি। এরপর আবার ২০ জুলাই কুরআন শরীফ পোড়ানোর ঘোষণা দেন তিনি। যদিও তিনি ওইদিন কুরআন পোড়াননি; তবে মাটিতে ফেলে কুরআনে ওপর দাঁড়িয়ে অবমাননা করেন। এছাড়া স্টকহামে একটি কথিত বিক্ষোভেও কুরআন অবমাননা করা হয়। এসব ঘটনায় ক্ষুব্ধ হয় মুসলিম বিশ্ব। বিশ্বের সব মুসলিম দেশ সুইডেনের রাষ্ট্রদূতদের ডেকে এর তীব্র প্রতিবাদ জানায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct