নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: পৃথিবী জুড়ে উষ্ণতার জন্য ডেঙ্গু একটা ভায়াবহ আকার নিয়েছে। ডেঙ্গি নিয়ে অনেক আগে থেকে আমরা কাজ করেছি। বুধবার কলকাতা পুরসভায় ডেঙ্গি প্রতিরোধে বিশেষ বৈঠক ডাকেন মেয়র ফিরহাদ হাকিম। বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। তার দাবি কিন্তু কিছু কিছু জায়গায় ডেঙ্গি চার্জ করে কাউন্সিলরদের নিয়ে একটা যৌথ মুভমেন্ট করে যাতে জল না জমা, নোংরা পড়ে না থাকে তার নজরদারি করতে হবে । এই সমস্ত আমরা করছি। আমরা হাজার চেষ্টা করি ডেঙ্গিকে জয় করতে পারব না ।যদি সাধারণ মানুষ না এগিয়ে আসে। সেই জন্য আমাকে আমার জন্য নোংরা পরিষ্কার করতে হবে। কিছু সমস্যা আছে। যেমন রেল কোর্টের, পোর্টের এলাকা, সেনাদের এলাকা বন্ধ কারখানা, সেসব আমরা পরিষ্কার করতে পারছি না। অন্ধকার রয়েছে। আমরা হাজার চেষ্টা করলে ও করতে পারছি না। সবাইকে এগিয়ে আসত হবে। রাজ্য , কেন্দ্রে সহ সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম।কিছু কাউন্সিলর আছে যারা কাজ করেন না। তাদেরকে মানুষ ক্ষমা করবে না। কাউন্সিলর না থাকলেও কাজ হয়ে যাবে। সেই কাউন্সিলর অপ্রিয় হয়ে যাবে যদি সে কাজ না করে । আমরা ৪৯৬ধারায় কেস করছি। কিন্তু এটা সমাধান না। মানুষ সচেতন হলে বা সমস্ত সংস্থা কে এগিয়ে আসতে হবে। মেট্রো অনেক জায়গায় আমাদের সহযোগিতা করেছে। বিশেষ করে সরকারি আবাসন সেখানে যদি ঠিক করে মেইনটেনেন্স করে আর বন্ধ কারখানা বা বন্ধ বাড়ি সেখানে লোক নোংরা ফেলছে। বাংলাদেশ থেকে আসা মানে সে অসুস্থ অবস্থায় রয়েছে সেটা নয়। বাংলাদেশী বা নেপাল, মালেশিয়া থেকে কেউ এলে টেস্ট করব। এটা পরীক্ষা নিরীক্ষা সংস্থা গুলি যাতে তথ্য দেয় এটা নিয়ে আমরা একটা আইন করার চেষ্টা করছি।
কয়াক চিকিৎসককে দেখানো মানেই নিজের বিপদ ডেকে আনছে। আমরা পৌর সংস্থা কে বলব যে আমার জমি ফাঁকা রাখছেন কেন। জমি ফাঁকা রাখছেন যাতে বেশি দামী বিক্রি করবেন বলে জানান মেয়র। ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন ,আমাদের যদি কোথায় গাফিলতি হয়, সেটা আমরা দেখবো। ৪৯৬ অনুযায়ী আমরা নোটিশ করব। মেয়রের নির্দেশে মাসে একটা করে বৈঠক হচ্ছে। এছাড়া প্রতি সপ্তাহ বৈঠক হচ্ছে। ৪৯৯৮ টি কেস করেছি। অনেককে ১ লাখ থেকে বেশি জরিমানা করা হয়েছে। যে বাড়ি থেকে ময়লা ফেলবেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। Cpwd অনেক জায়গায় মামলা করেছে। বিশেষ করে national লাইব্রেরীকে নোটিশ করা হয়েছে। কোল ইন্ডিয়াকে নোটিশ করা হয়েছে। এখানে আমরা রাজনীতিক দৃষ্টিতে নয়। রাজ্য এবং কেন্দ্র সমস্ত সংস্থার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি বলে জানান ডেপুটি মেয়র। মেডিক্যাল কলেজ এবং এন আর এস অবস্থা ভালো আছে। মেডিক্যাল কলেজের নিকাশি অবস্থার জন্য একটু সমস্যা হয়েছে। বাম আমলে একটা কেলঙ্কারি হয়েছিল। সেখানে বালি দিয়ে ভরাট করা হয়েছে বলে অভিযোগ করেন অতীন ঘোষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct