এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে তিন সদস্যের এক প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অভাব অভিযোগ সমস্যা নিয়ে বুধবার রাজ্যের রাজ্যপালের সঙ্গে বৈঠক করল ৷ তিন ছাত্র প্রতিনিধি মিরাজুল ইসলাম, উসামা চৌধুরী, সাহিনউল্লাহ জাহিদিরা বলেন, একাধিক বিষয় নিয়ে মাননীয় রাজ্যপালের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে যা ইতিবাচক ৷ এ সময় উপস্থিত ছিলেন আলিয়ার নব নিযুক্ত উপাচার্য এম. ওহাব। আমাদের সামনেই তাঁকে নিয়োগ পত্র তুলে দেন মাননীয় রাজ্যপাল সি ভি আনন্দ বোস । আমাদের পক্ষ থেকে ১৬ দফার দাবি সম্বলিত একটি ডেপুটেশন দেওয়া হয়। আলোচনায় উঠে আসে আলিয়ার বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগ এর কথা। উঠে আসে আলিয়ার ফান্ড সংক্রান্ত সমস্যা, ন্যাক ভিজিট, সমাবর্তন অনুষ্ঠান, হোস্টেল সংক্রান্ত সমস্যা, দীর্ঘদিন ধরে যে আলিয়ার জমি সমস্যা চলছে, জমি ফেলে রাখা হয়েছে, তাতে পরিকাঠামো গড়ে তোলা হচ্ছেনা, সে বিষয়ে কথা হয়েছে, আলিয়া নব নির্মিত ১ কোটির গেট, সাইকেল গ্যারাজ সংক্রান্ত দুর্নীতি, কীভাবে দালালরা খেয়ে ফেলেছে সে বিষয়ে কথা হয়েছে। প্রয়োজনে গেট ও সাইকেল গ্যারাজ নিয়ে যেসব অভিযোগ আসছে তা খতিয়ে দেখারও আশ্বাস দেন রাজ্যপাল পাশাপাশি বিভিন্ন শিক্ষকের অবৈধ পদোন্নতির তদন্ত হতে পারে জানিয়েছেন। প্রতিনিধি দলের ছাত্রদের তরফে জানা গিয়েছে দুর্নীতি প্রসঙ্গে রাজ্যপাল বলেন, ‘আমি শুনেছি আলিয়া ইউনিভার্সিটিতে অনেক দুর্নীতি হচ্ছে, আমি দুর্নীতি মুক্ত হিসাবে আলিয়াকে দেখতে চাই। তাই একাডেমি ফিল্ডের বাইরে গিয়ে একজন আইপিএসকে উপাচার্য হিসাবে নিয়োগ দিয়েছি। আলিয়া ইউনিভার্সিটিকে তিনি শুধু বাংলা নয়, ভারতের অন্যতম সেরা ইউনিভার্সিটি হিসাবে দেখতে চান। পাশাপাশি ন্যাক ভিজিট সহ অন্যান্য সমস্যা নিয়ে দ্রুত নতুন ভিসিকে অ্যাকশন নিতে বললেন। তিনি জানান, নতুন ভিসি ছাত্রদের হিতে সর্বাত্মক কাজ করবেন, যে তিন মাস তিনি উপাচার্য হিসাবে কাজ করবেন তাতে তিনি কোনো সরকারি পারিশ্রমিক নেবেন না। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সংক্রান্ত সমস্যার কথা বলা হলে আলোচনা সাপেক্ষে বলেন আলিয়া ইউনিভার্সিটির ছাত্রদের জন্য তিনি রাজভবনের গ্রন্থাগার খুলে দিলেন। আলিয়ার যেকোনো সমস্যা ও দুর্নীতির কথা এবার থেকে সরাসরি রাজ্যপালকে জানানো যাবে তারজন্য প্রয়োজনীয় যোগাযোগ নাম্বার তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। নতুন উপাচার্য এম.ওহাব, বলেন তিনি ছাত্রদের জন্য ইউনিভার্সিটিতে কাজ করতে চান, তাঁর কাছে আগে গুরুত্ব পাবে ছাত্ররা ও তাদের সমস্যা। ছাত্ররা সরাসরি তাঁকে অভাব ও সমস্যার কথা জানাবেন বলেও জানান। ছাত্রদের পক্ষ থেকে রাজ্যপালকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের আসার অনুরোধ জানালে তিনি আশ্বাস দিয়েছেন খুব দ্রুত তিনি আলিয়াতে ভিজিটে আসবেন এবং নিজে খতিয়ে দেখবেন আলিয়ার সমস্যাগুলি। রাজ্যপাল এ দিন রাজভবনে আসা আলিয়ার তিন ছাত্রের হাতে হাতে তুলে দেন তাঁর নিজের লেখা বই “ম্যান অফ আইডিয়াস” সাথে আরও উপহার সামগ্রী। আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মহল আশা করছে নতুন উপাচার্য আলিয়াকে দুর্নীতি মুক্ত করবেন ও উন্নয়ণ এর জন্য কাজ করবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct