আপনজন ডেস্ক: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে (২০২৩-২৫) দারুণ শুরু করেছে ভারত ও পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টানা পঞ্চমবার টেস্ট সিরিজ জিতেছে ভারত। আর শ্রীলঙ্কা সফরে যাওয়া পাকিস্তান গল টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। কলম্বোয় সিরিজ নির্ধারণী টেস্টের প্রথম ইনিংসেও এরই মধ্যে ২৫০ ছুঁই ছুঁই লিড নিয়েছে। গলে পাকিস্তানের জয়ে সবচেয়ে বড় অবদান সৌদ শাকিলের। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩১২ রানের জবাবে একপর্যায়ে ১০১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। সেখান থেকে পাকিস্তানকে ৪৬১ রানে পৌঁছে দেন শাকিল। ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট খেলতে নেমে অপরাজিত থাকেন ২০৮ রান করে। আজ কলম্বোতেও তিনি ৫৭ রান করেছেন। আর ত্রিনিদাদে বৃষ্টির কারণে ড্র হওয়া টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় পেসার মুহাম্মদ সিরাজ নেন ৫ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও হাতেনাতে পেলেন শাকিল ও সিরাজ। আজ আইসিসি প্রকাশিত হালনাগাদ ব়্যাঙ্কিংয়ে ক্যারিয়ার–সেরা উচ্চতায় উঠে এসেছেন তাঁরা। ব্যাটসম্যানদের মধ্যে ১২ ধাপ এগোনো শাকিলের বর্তমান অবস্থান ১৫ নম্বরে আর বোলারদের মধ্যে সিরাজ ছয় ধাপ এগিয়ে আছেন ৩৩ নম্বরে। টেস্ট ব়্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন জ্যাক ক্রলিও। ম্যানচেস্টারে অ্যাশেজের চতুর্থ টেস্টে বাজবলের দুর্দান্ত প্রদর্শনী ফুটে উঠেছে ক্রলির ব্যাটে। ২৫ বছর বয়সী ইংলিশ ওপেনার ১৮২ বলে করেন ১৮৯ রান। সেই ইনিংসের সুবাদে ১৩ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৩৫ নম্বরে।ব্যাটসম্যানের ব়্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন কেইন উইলিয়ামসন। এপ্রিলে আইপিএল খেলতে গিয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর আর মাঠেই নামতে পারেননি উইলিয়ামসন। তবে চোটের কারণে ছিটকে পড়ার আগে এ বছর যা করেছেন (২ সেঞ্চুরি, ১ ডাবল সেঞ্চুরিসহ ৬৯.৫০ গড়ে ৫৫৬ রান), সেটাই নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের শীর্ষ স্থান ধরে রাখার জন্য যথেষ্ট হয়েছে। উইলিয়ামসনের বর্তমান রেটিং পয়েন্ট ৮৮৩, দুইয়ে থাকা মারনাস লাবুশেনের ৮৬৯। ব্যাটসম্যানদের মতো বোলারদের ক্ষেত্রেও শীর্ষ স্থানে কোনো পরিবর্তন নেই। ওয়েস্ট ইন্ডিজ-ভারত সিরিজে সবচেয়ে বেশি ১৫ উইকেট পাওয়া রবিচন্দ্রন অশ্বিনই আছেন ব়্যাঙ্কিংয়ের শীর্ষে। অলরাউন্ডারদের ব়্যাঙ্কিংয়ে দুইয়ে আছেন ভারতীয় স্পিনার। এখানে শীর্ষে তাঁরই সতীর্থ রবীন্দ্র জাদেজা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct