আপনজন ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে আটকে রেখেছে সামরিক বাহিনীর সদস্যরা।বুধবার (২৬ জুলাই) সকালের দিকে রাজধানী নিয়ামিতে সেনাবাহিনীর যানবাহন প্রেসিডেন্ট প্রাসাদ অবরুদ্ধ করে রেখেছে বলে একাধিক নিরাপত্তা সূত্র জানিয়েছে। ২০২০ সাল থেকে প্রতিবেশি মালি এবং বুরকিনা ফাসোতে অন্তত চারবার সামরিক অভ্যুত্থান ঘটেছে। নাইজারের সামরিক বাহিনীর আকস্মিক প্রেসিডেন্ট প্রাসাদ অবরোধের ঘটনায় সামরিক অভ্যুত্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নাইজারের প্রেসিডেন্টের কার্যালয়ের এবং অন্যান্য নিরাপত্তা সূত্র বলছে, প্রেসিডেন্ট প্রাসাদের পাশে দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ও অবরোধ করেছেন সৈন্যরা। প্রাসাদের ভেতরের কর্মীরা তাদের অফিসে প্রবেশ করতে পারছেন না। বার্তা সংস্থা রয়টার্সের একজন প্রতিবেদক বলেছেন, সকালের দিকে রাজধানী নিয়ামির রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক ও ইন্টারনেট সংযোগ পুরোপুরি সচল ছিল। নিয়ামির অন্য প্রান্তও শান্ত আছে। এর আগে নাইজারসহ সাহেল অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করা স্থানীয় জঙ্গিগোষ্ঠীর বিদ্রোহ ঠেকাতে কর্তৃপক্ষ ব্যর্থ হওয়ায় বুরকিনা ফাসো এবং মালিতে সামরিক অভ্যুত্থান ঘটেছিল। ২০২১ সালের মার্চে নাইজারে সামরিক বাহিনীর অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct