আপনজন ডেস্ক: সম্প্রতি সুইডেন ও ডেনমার্কে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের শীর্ষ আলেমরা। গত সোমবার (২৪ জুলাই) এ ঘটনার নিন্দা জানিয়ে সুইডিশ কনসাল জেনারেল জুলিয়াস লিলেস্ট্রমকে বিশেষ চিঠি দিয়েছে জেরুজালেমভিত্তিক সংস্থা ইসলামিক সুপ্রিম কমিটি। তা ছাড়া জেরুজালেমে অবস্থিত সুইডিশ কনস্যুলেট জেনারেলের সামনে অবস্থিত অবস্থান কর্মসূচিতে অংশ নেন আল-আকসা মসজিদের খতিব শায়খ ইকরামা সাবরিসহ জেরুজালেমের শীর্ষ মুসলিম নেতারা। এ সময় তাঁরা সেখানে উঁচু স্বরে পবিত্র কুরআন তিলাওয়াত করেন। এ সময় শায়খ ইকরামা সাবরি বলেন, মহান আল্লাহর পবিত্র গ্রন্থের সম্মানার্থে আমরা এখানে দাঁড়িয়েছি। এই কর্মসূচি পালনের মাধ্যমে আমরা এ কথা জানাচ্ছি, পবিত্র কুরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সম্মানিত গ্রন্থ। মুসলিমরা মহান আল্লাহর নির্দেশনা অনুসরণ করেন এবং নিজ জীবনে পবিত্র কুরআনের বিধি-নিষেধ পালন করেন। সম্মানিত এই গ্রন্থ পুড়িয়ে ফেলাকে আইনিভাবে মতপ্রকাশের স্বাধীনতা বলে আখ্যায়িত করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।আমরা এ ঘৃণ্য কাজকে মুসলিমদের অনুভূতিতে আঘাত ও তাদের বিরুদ্ধে ধর্মীয় সংঘাত তৈরি বলে মনে করি। তাই আমরা শুধু এই ঘৃণ্য কাজে সম্পৃক্ত সেই ব্যক্তির নিন্দা জানাচ্ছি না; বরং সুইডেন সরকারেরও তীব্র নিন্দা জানাচ্ছি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct