আপনজন ডেস্ক: নতুন ঠিকানায় পুরনো লিওনেল মেসিকে দেখছে ফুটবল বিশ্ব। বল পায়ে স্বভাবসুলভ আলো ছড়িয়ে ইন্টার মিয়ামিকে সাফল্য এনে দিচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার। এমএলএস ক্লাবটিকে টানা দুই ম্যাচ জেতালেন এলএমটেন। গতকাল ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মেসির জোড়া গোলে লীগ কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ ব্যবধানে হারায় ইন্টার মিয়ামি। গোল করে অনন্য এক কীর্তি গড়েন মেসি। ঘরের মাঠে ম্যাচের ৮ম মিনিটেই ইন্টার মিয়ামিকে এগিয়ে নেন মেসি। ২২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন সুপারস্টার। অফিসিয়াল ম্যাচে এ নিয়ে পৃথক ১০০টি ক্লাবের বিপক্ষে গোল করলেন মেসি। ফুটবলের পরিসংখ্যানবিষয়ক টুইটার হ্যান্ডেল ‘অপ্টা হাভিয়ের’ জানিয়েছে, মোট ২৩টি দেশের ১০০টি আলাদা ক্লাবের বিপক্ষে গোল করলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। দক্ষিণ আমেরিকান ফুটবল এবং সেখানকার ফুটবলারদের পরিসংখ্যানভিত্তিক টুইটার হ্যান্ডেল ‘সুদাঅ্যানালিটিকস’-এর হিসাবে অফিসিয়াল ম্যাচে ১১৫টি ভিন্ন ভিন্ন ক্লাবের মুখোমুখি হয়ে ১০০টি ক্লাবের বিপক্ষে গোল পেয়েছেন মেসি। আর্জেন্টাইন সুপারস্টার এর মধ্যে সবচেয়ে বেশি গোল করেছেন স্প্যানিশ ক্লাব সেভিয়ার বিপক্ষে, ৩৮টি। অন্তত একটি করে গোল করেছেন ২৭টি ক্লাবের বিপক্ষে। ২৪টি ক্লাবের বিপক্ষে অন্তত দু’টি করে গোল করেছেন মেসি। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে দুটি গোলই ডান পায়ে করেন মেসি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct