আপনজন ডেস্ক: অবশেষে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আদালতের নির্দেশ মেনে একাদশ-দ্বাদশ শ্রেণিতে অবৈধভাবে নিযুক্ত ৯০৭ জন শিক্ষকের তালিকা প্রকাশ করল। বুধবার কমিশনের ওয়েবসাইটে ওই প্রার্থীদের নাম ও রোল নম্বর প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশে বলেছিল একাদশ দ্বাদশে প্যানেলভুক্ত ৫০০০ এর বেশি প্রার্থীর ওএমআর শিট মুখবন্ধ খামে জমা দিতে হবে। আর ওএমআর শিটের সঙ্গে সার্ভারের নম্বরের পার্থক্য থাকা প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে। সেই ৯০৭ জন প্রার্থীর ওএমআর শিটের নম্বরের সঙ্গে সার্ভারের নম্বরের গরমিল নেই বলে স্কুল সার্ভিস কমিশন জানালে ওএমআর শিট প্রকাশের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন চাকরিপ্রার্থী ববিতা সরকার। সেই মামলায় ওএমআর শিট প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় এসএসসি। সেই মামলায় বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ নির্দেশ দেয়, এখনই ওএমআর শিট প্রকাশ করার দরকার নেই। তবে সেগুলি মুখবন্ধ খামে জমা দিতে হবে আদালতে। সঙ্গে ওয়েটিং লিস্টে থাকা ব্যক্তিদের OMR শিটও জমা দিতে হবে। সঙ্গে প্রকাশ করতে হবে ৯০৭ জনের নামের তালিকা। তবে নামের তালিকায় বাড়ির ঠিকানার অংশটি বাদ দিতে নির্দেশ দেন বিচারপতিরা। তার পরদিনই আদালতের নির্দেশে ওয়েবসাইটে ৯০৭ জনের নামের তালিকা প্রকাশ করল SSC. এদের প্রায় সবাই চাকরি পেয়ে গিয়েছেন বলে SSC সূত্রে খবর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct