সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বর্ষায় ফের ডেঙ্গির বাড়বাড়ন্ত রাজ্য জুড়েই। ব্যতিক্রম নয় বাঁকুড়া শহরও। সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত, এই শহরে ১৪ জন সহ বাঁকুড়া স্বাস্থ্য জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫০। যদিও আশার কথা এখনো পর্যন্ত জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়ে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।প্রসঙ্গত, গত বছর বাঁকুড়া শহরেই প্রায় ৩০০ জন ডেঙ্গি আক্রান্ত হন। তবে শহরবাসীর একাংশের দাবি, নিয়মিত নিকাশী নালা পরিস্কার, বিভিন্ন অংশে নোংরা আবর্জনা পরিস্কার না হওয়াতেই মশার উপদ্রব বাড়ছে। তাঁরা প্রত্যেকেই আতঙ্কিত বলে জানান।বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার বলেন, শহর জুড়ে সর্বত্র নোংরা আবর্জনা দ্রুত পরিস্কার করা হবে।মহাকুমা শাসক বাঁকুড়া প্রশান্ত কুমার ভক্ত বলেন, পৌর এলাকাতে মাত্র ১৪ জন ডেঙ্গি আক্রান্তের সন্ধান মিলেছে। ব্লক এলাকায় বিক্ষিপ্তভাবে এই ধরণের দু’একটি ঘটনা নজরে এসেছে বলে তিনি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct