আপনজন ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে মঙ্গলবার ইসরায়েলি সেনারা তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গত বছরের শুরু থেকে এই অঞ্চলে সহিংসতার ঢেউয়ে সর্বশেষ মৃত্যুর ঘটনা এটি। মন্ত্রণালয় বলেছে, ‘নাবলুসে ইসরায়েলি গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে।’ নিহতদের নুর আল-দ্বীন আল-আরদাহ (৩২), মনতাসার সালামেহ (৩৩) এবং সাদ আল-খারাজ (৪৩) হিসেবে শনাক্ত করা হয়েছে। এইকে হামাস বলেছে, নিহত তিনজনই তাদের ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেডের সশস্ত্র শাখার সদস্য। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, ‘আমরা আমাদের বীর কাসাম শহীদদের জন্য শোক জানা, যারা আজ সকালে নাবলুসে দখলদার বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষে মারা গেছেন।’ অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তিন ‘সশস্ত্র সন্ত্রাসী’ নাবলুসের আশপাশে একটি গাড়ি থেকে সেনাদের ওপর গুলি চালালে সেনারা তাদের ‘হত্যা’ করতে পাল্টা গুলি চালায়। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সেনারা তিনটি এম-১৬ রাইফেল, একটি বন্দুক, কার্তুজ এবং অন্য সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে। ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেছেন, মঙ্গলবার তিন ফিলিস্তিনিকে হত্যা করা একটি ‘যুদ্ধাপরাধ’। তিনি বলেন, ‘ইসরায়েলের অপরাধ আমাদের জনগণকে নতজানু করতে পারবে না এবং কারো জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতা আনবে না।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct