আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: জেলা পরিষদের রাস্তার ধারে ফলন্ত দুটি আম গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে নদীয়ার চাপড়া থানার দৈয়ের বাজার, ঢাকা পাড়া এলাকায়। অভিযোগ, ওই এলাকার বাসিন্দা বিজেপি নেতা মনোরঞ্জন দাস এই দিন আইন কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সরকারি রাস্তার ধারে নদীয়া জেলা পরিষদের অধীনস্থ ফলন্ত আম গাছ দুটি কয়েকজন শ্রমিককে কাজে লাগিয়ে কাটতে থাকেন। ঘটনাটি দেখতে পেয়ে গাছ কাটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি স্থানীয় মারফত খবর দেওয়া হয় বনদপ্তর ও থানায়। অভিযুক্ত বিজেপি নেতা মনোরঞ্জন দাসের পরিবারটি এলাকায় শিক্ষিত পরিবার হিসেবে পরিচিত। মনোরঞ্জন বাবুর এক ছেলে চিকিৎসক ও অপর ছেলে শিক্ষক। শিক্ষিত এক পরিবারের সদস্য হয়ে তিনি কিভাবে এই ধরনের পরিবেশবন্ধক কাজ করতে পারেন বা আইনকে নিজের হাতে তুলে নিতে পারেন তা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেন এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটার কাজে যুক্ত দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এই ঘটনা কি কেন্দ্র করে সাময়িকভাবে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয় দৈয়ের বাজার ঢাকা পাড়া এলাকায়। দৈয়ের বাজার পঞ্চায়েত সমিতির সদস্য উৎপল সর্দার বলেন, মনোরঞ্জন দাস এলাকার একজন প্রবীণ ও শিক্ষিত পরিবারের সদস্য হয়ে কিভাবে তিনি এই ধরনের অবৈধ কাজ করতে পারেননি। সেটাই বুঝতে পারছি না। আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানানোর পাশাপাশি অভিযোগ দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct