রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: ধূলিয়ানে ভরা গঙ্গায় স্মান করতে নেমে তলিয়ে গেলো তিন স্কুল ছাত্র। মঙ্গলবার ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধূলিয়ান কাঞ্চনতলা গঙ্গা ঘাটে। যদিও একজন ছাত্রকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও পর্যন্ত ভরা গঙ্গায় তলিয়ে গিয়েছে দুই ছাত্র। তলিয়ে যাওয়া ছাত্রদের নাম রোহান শেখ (১২) এবং মোজাহিদ শেখ(১৩)। তাদের বাড়ি সামশেরগঞ্জের হিজলতলা গ্রামে। উভয়েই কাঞ্চনতলা জে ডি জে ইনস্টিটিউশনের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামশেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয় ডুবুরি টিমকে। জানা গিয়েছে, অন্যান্য সব স্কুল খুললেও কাঞ্চনতলা স্কুলে পঞ্চায়েত ভোটে আসা কেন্দ্রীয় বাহিনী থাকায় এখনও পর্যন্ত বন্ধ রয়েছে স্কুল। কিন্তু স্কুল বন্ধ থাকার বিষয়টি বুঝতে না পেরে এদিন তারা সামশেরগঞ্জের কাঞ্চনতলা জে ডি জে ইনস্টিটিউশনে পড়তে আসেন। যদিও স্কুল বন্ধ দেখে তারা গঙ্গার ধারে খেলতে যায়। এবং গঙ্গার ধারেই ব্যাগ রেখে নদীতে স্মান করতে নামে। তখনই কার্যত তলিয়ে যায় তারা। ডুবে যাওয়ার খবর জানাজানি হতেই হইচই সৃষ্টি হয়। যদিও তৎক্ষণাৎ একজন মাঝির তৎপরতায় নাজিম শেখ নামে এক ছাত্রকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। ছুটে আসেন ধূলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম সহ অন্যান্যরা। একই সঙ্গে তিন ছাত্রের গঙ্গায় তলিয়ে যাওয়ার শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct