আপনজন ডেস্ক: জার্মানিতে শরণার্থী আসার সংখ্যা বাড়ছে। তবে ২০১৫-১৬ সালে আসা শরণার্থীদের অনেকে এখনো নিজস্ব থাকার জায়গা খুঁজে পাননি। জার্মানির হেসে রাজ্যের ফুলডা জেলা প্রশাসন সম্প্রতি রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে জানিয়েছে যে, তাদের ওখানে নতুন আশ্রয়প্রার্থীদের রাখার আর কোনো জায়গা নেই। ফুলডার প্রশাসক ব্যার্নড ভয়ডে জানান, শুধু যে বাসস্থানের অভাব আছে, তা নয়। শিশু ও চিকিৎসা সেবা, স্কুলসহ অন্যান্য ক্ষেত্রেও অনেক চাপ রয়েছে বলে জানান তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct