আপনজন ডেস্ক: আগেই সবাইকে অবাক করে দিয়ে টুইটারের মালিকানা কেনেন টেসলার মালিক ইলন মাস্ক।পরবর্তীতে তিনি টুইটারে লোক ছাঁটাই করেন। এবার শোনা যাচ্ছে, তিনি টুইটারের লোগো পরিবর্তন করতে চলেছেন। এ ব্যাপারে মাস্ক টুইটারে বলেন, ‘খুব শীঘ্রই আমরা টুইটারের লোগোকে বিদায় জানাব, এবং পরবর্তীতে সবগুলো পাখিকেও।’টু্ইটারের লোগো পরিবর্তনের পাশাপাশি নীল রঙের পাখি সম্বলিত বর্তমান লোগোটি আর থাকবে না। টুইটার পোস্টে তিনি আরও বলেন, 'যদি আজ রাতের মধ্যে এক্স সম্বলিত ভালো কোনো লোগো পোস্ট করা হয়, তাহলে আমি আগামীকাল বিশ্বজুড়ে এটিকে চালু করব।' মাস্ক অপর এক টুইট বার্তায় ইংরেজি অক্ষর 'এক্স' এর ছবি পোস্ট করেন। পরবর্তীতে তিনি টুইটার স্পেসের অডিও চ্যাটে নিশ্চিত করেন, টুইটারের লোগো বদলাচ্ছে। তিনি আরো যোগ করেন 'এটা আরও অনেক আগেই করা উচিৎ ছিল'। অক্টোবরে টুইটারের মালিকানা নেওয়ার পর ইলন মাস্ক মূল প্রতিষ্ঠানের নাম বদলে 'এক্স কর্প' রাখেন। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে টুইটার কতৃপক্ষ কোনো মন্তব্য করেনি। টুইটারের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, নীল রঙের পাখি সম্বলিত টুইটারের লোগো তাদের 'সবচেয়ে সুপরিচিত সম্পদ', এবং এ কারণে 'আমরা একে সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর।' এখন দেখার, শেষ পর্যন্ত কি হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct