জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: মণিপুর কাণ্ডের প্রতিবাদে পুরুলিয়ার বাঘমুন্ডি মানভূম আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির গাগী গ্রাম কমিটির তরফে গাগী, রাঙ্গামাটি ও মুকরুপ গ্রামে ধিক্কার ও প্রতিবাদ মিছিল হয়। মণিপুরের কুকি - জো সম্প্রদায়ের দুই মহিলার উপর অমানুষিক নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার দুপুর বেলায় পুরুলিয়ার বাঘমুণ্ডি ব্লকের তুন্তুরী সুইসা অঞ্চলের গাগী, মুকরুপ ও রাঙ্গামাটি গ্রামে ধিক্কার ও প্রতিবাদ মিছিল করেন মানভূম আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির গাগী গ্রাম কমিটির তরফে। ধিক্কার ও প্রতিবাদ মিছিলে মণিপুরের মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানানোর পাশাপাশি প্রতিবাদ মিছিলে হাঁটেন সংগঠনের সদস্যরা। এদিন গাগী গ্রাম থেকে শুরু হয় এবং মুকরুপ ও রাঙ্গামাটি গ্রাম পরিক্রমা করে আবার গাগী গ্রামে এসে তাদের ধিক্কার ও প্রতিবাদ মিছিল শেষ হয়। ধিক্কার ও প্রতিবাদ মিছিলে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং কে ঘটনার তীব্র প্রতিবাদ জানান তারা। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা এবং কঠিনতম শাস্তির দাবী জানান তারা। মণিপুরের ঘটনার প্রতিবাদে ধিক্কার ও প্রতিবাদ জানিয়ে মানভূম আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির গাগী গ্রাম কমিটির তরফে বাঘমুণ্ডি ব্লক কমিটির সদস্য ও গাগী গ্রাম কমিটির সকল সদস্যগণ ছাড়াও গ্রামের সকল মহিলা ও পুরুষ ধিক্কার ও প্রতিবাদ মিছিলে পথে পা মেলান। উপস্থিত ছিলেন ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির ঝালদা ইউনিট এর সভাপতি কার্তিক সিং মুড়া,মানভূম আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির তুন্তুরী সুইসা অঞ্চলের অঞ্চল সভাপতি নরসিং মুড়া ছাড়াও বুধেশ্বর সিং বাবু,সনাতন সিং মুড়া,রাজু সিং মুড়া সহ সংগঠনের সদস্যরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct