আপনজন ডেস্ক: ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইরাকের দূতাবাসের বাইরে সোমবার ‘ড্যানিশ প্যাট্রিয়ট’ নামের একটি গোষ্ঠীর কুরআন পোড়ানোর ঘটনার কড়া নিন্দা জানিয়েছে ইরাক ও কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ ঘটনার পর প্রায় এক হাজার বিক্ষোভকারী বাগদাদে ডেনমার্ক দূতাবাসের কাছে পৌঁছনোর চেষ্টা করেছে। শুক্রবার কট্টর ডানপন্থী এই গোষ্ঠী ফেসবুকে এমন আরেকটি ঘটনার লাইভস্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার করে। সুইডেনের রাজধানী স্টকহোমে পরিকল্পিতভাবে একটি কুরআন পোড়ানোর ঘটনার পর গত সপ্তাহে বাগদাদে সুইডেনের দূতাবাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারী জনগণ। সে সময় তারা দূতাবাসের দেয়াল বেয়ে ভবনের ভেতরে প্রবেশ করে এবং আগুন দেয়। এক মাসের মধ্যে দ্বিতীয়বার কুরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করে তারা। ডেনমার্কে সোমবারের ঘটনায় দুজন ইসলামবিরোধী বিক্ষোভকারী পবিত্র এই গ্রন্থের ওপর পা দেয় এবং একটি টিনের ফয়েল ট্রেতে করে আগুন ধরিয়ে দেয়। এর পাশেই মাটিতে ইরাকের পতাকা পড়ে ছিল। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের ঘটনা ‘চরমপন্থা এবং ঘৃণার ভাইরাস ছড়ায়, যা বিভিন্ন সমাজের শান্তিপূর্ণ সহাবস্থানকে হুমকির মুখে ফেলে’।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct