আপনজন ডেস্ক: চলতি মরশুমের ডুরান্ড কাপের ১৩২তমঢাকে কাঠি পড়ে গেল মঙ্গলবার থেকেই। দেশের বিভিন্ন জায়গায় ঘুরে এই ১৩২তম ডুরান্ড কাপ এসে পৌঁছলো তিলত্তমায়। এই উপলক্ষ্যে এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ব্রিগেডে। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল কলকাতার সর্বোচ্চ আবাসন দ্য ৪২-এর ছাদ থেকে প্যারাশুট করে সেনা জওয়ানদের ব্রিগেডের ময়দান স্পর্শ করা। প্রথমে বৃষ্টির কারণে এই অনুষ্ঠান শুরু হলেও প্যারাশুটের অনুষ্ঠান নিয়ে একটু দ্বিধা তৈরি হলেও পরে তা নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং পূর্বাঞ্চলের ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা সহ বিশিষ্টরা। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ভারতের এই শতাব্দী প্রাচীন টুর্নামেন্টকে বিগত বছরের ন্যায় চলতি বছরও বিশেষ আকর্ষণ যাতে হয় তা করা হবে। উল্লেখ্য, চলতি বছর এই টুর্নামেন্ট ১৩২তম বছরে পদার্পণ করল। ভারত তো বটেই পৃথিবীর অন্যতম প্রাচীন টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হয় ডুরান্ড ট্রফি। চলতি বছর ডুরান্ড কাপ শুরু হবে আগামী ৩ অগাস্ট। কলকাতার দলগুলোর পাশাপাশি সরা ভারতের সেরা ফুটবল দল এবং বিদেশি দুটি দলও অংশ নেবে। যা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct