আপনজন ডেস্ক: ফুটবল মাঠের ৯০ মিনিটের চেয়ে জীবনের লড়াই কতটা কঠিন, সেই উপলব্ধি অনেক আগেই হয়েছে পল পগবার। ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার বেড়ে উঠেছেন রোইসির হিংসাপ্রবণ এলাকায়। দুবেলা দুমুঠো খাবার জোগাতে একসময় ফুডব্যাংকের সামনে মায়ের সঙ্গে সারিবদ্ধ হয়ে দাঁড়াতেন। সেই পগবাকেই ১০ কোটি ৫০ লাখ ইউরোয় (১ হাজার ২৬৮ কোটি ৬৫ লাখ টাকা) জুভেন্টাসের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড, যা এখনো বিনা মূল্যে কোনো খেলোয়াড় কিনে সর্বোচ্চ দামে বিক্রির বিশ্ব রেকর্ড! পেশাদার ফুটবলে পা রাখার পরই পগবা তাঁর পরিবারে সচ্ছলতা এনে দিয়েছেন। কিন্তু তাঁর সব সময়ই মনে হয়েছে, সত্যিকারের দারিদ্র্য বিমোচন তখনই হবে; যখন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারবেন। অভীষ্ট লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়েও গেলেন পগবা। ৩০ বছর বয়সী মিডফিল্ডার সম্প্রতি যুক্তরাজ্যে নিজস্ব তহবিল চালু করেছেন। তহবিলের সব অর্থ দারিদ্র্য বিমোচনে খরচ করবেন।ইউনাইটেড থেকে গত বছর আবার জুভেন্টাসে ফিরেছেন পগবা। তবে চোটজর্জর মৌসুমটা ভীষণ বাজে কেটেছে তাঁর। সব প্রতিযোগিতা মিলিয়ে পুরো মৌসুমে খেলতে পেরেছেন মাত্র ১৭২ মিনিট। হাঁটুর চোট থেকে সেরে উঠলেও ম্যাচ ফিটনেস ফিরে না পাননি। প্রাক্-মৌসুম প্রস্তুতি নিতে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে গেলেও হয়তো দর্শক হয়েই বসে থাকতে হবে। মাঠে সময়টা ভালো না গেলেও মাঠের বাইরের পগবা আক্ষরিক অর্থেই হয়ে উঠছেন দানবীর। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে মানবহিতৈষণার কাজে সময় দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct