নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: দক্ষিণ দমদম পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের লেকটাউন বাঙ্গুর এভিনিউতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রিংকি রায় মজুমদার নামে বছর ৩০-এর গৃহবধুর মৃত্যু হয়। দেড় বছর আগে বাঙ্গুরের বাসিন্দা পল্লব মজুমদারের সঙ্গে বিয়ে হয় রিংকির। গত ১৪ জুলাই লেকটাউনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয় রিংকি জ্বর নিয়ে। এরপরে রক্তের নমুনা পরীক্ষা করালে ডেঙ্গু পজেটিভ আসে। হাসপাতালে চিকিৎসা চলাকালীন গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়।এরপরেই ২১ জুলাই তার মৃত্যু হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু হওয়ার পরেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। মৃত গৃহবধূর পরিবারের সদস্য ঋত্বিক মজুমদার জানান, ২০১৭ সালে তার বাবা পঙ্কজ মজুমদার ও পিসি রমা ধর দুজনেই ডেঙ্গুতে মারা যায়। আবার সেই বছর খানেক পরে একই রকম ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার বৌদির মৃত্যু হল। তার অভিযোগ, বাড়ির পাশে একটি ফাঁকা জঞ্জাল জায়গা পড়ে রয়েছে । মশার আঁতুঘর হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। পৌরসভাকে জানিয়েছেন। এমনকি কাউন্সিলরকেও জানিয়েছিলাম ।কিন্তু কোন রকম কোন কাজ হয়ে ওঠেনি এখনো পর্যন্ত। পৌরসভার কোনরকম এখনো পর্যন্ত হেল দোল নেই। প্রত্যেকবারই দক্ষিণ দমদম পৌরসভা এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যেমন বাড়ে মৃতের হার ও তেমন বেড়ে চলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct