আপনজন ডেস্ক: প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য এখন জেলবন্দি। তার বিরুদ্ধে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের পর এবার শিক্ষকদের পোস্টিং করা নিয়ে দুর্নীতি গভীরে বলে মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার তাই বিচারপতির নির্দেশ দেন, প্রাথমিক শিক্ষকদের ‘পোস্টিং’ সংক্রান্ত এই মামলায় তদন্ত করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দরকার হলে নতুন এফআইআর দায়ের করতে পারে। ইডিকেও নতুন করে তদন্ত শুরু করার স্বাধীনতা দেওয়া হয়েছে। প্রাথমিকে শিক্ষকদের পোস্টিং করা নিয়ে আর্থিক দুর্নীতি খুঁজে বের করতে নির্দেশ দেন বিচারপতি। এই মামলায় মামলাকারীরা অভিযোগ করেন, ২০২০ সালে শিক্ষক নিয়োগের সময় তাদের নিজের জেলায় কোনও শূন্যপদ ছিল না বলে জানানো হয়। ফলে তাদেরকে দূর্বর্তী জেলায় পোস্টিং নিতে বাধ্য করা হয়। তাদের অভিযোগ, কাউন্সেলিং-এর ঠিক ১৭ দিন পরই চার জেলায় ৪০০ জনকে নিয়োগ করা হয়। ফলে, তারা নিজের জেলায় পোস্টিং থেকে বঞ্চিত হন। এভাবে স্বল্প সময়ের মধ্যে প্রায় ৪০০ শূন্যপদ সৃষ্টি করে পোস্টিং করার মধ্যে দুর্নীতির গন্ধ পায় কলকাতা হাইকোর্ট। তাই ওই ৪০০ জনকে সুবিধা পাইয়ে দেওয়ার মধ্যে কোনও আর্থিক লেনদেন বা দুর্নীতি হয়েছে কিনা তা নিয়ে মানিক ভট্টাচার্যকে জেরা করার প্রয়োজনীয়তার কথা বলেন বিচারপতি। এমনকী প্রয়োজনে ওই ৪০০ জনকেও জিজ্ঞাসাবাদ করা যেতে পারে বলেও জানানো হয়। সন্ধ্যায় বিচারপতি গঙ্গোপাধ্যায় ফের এজলাসে গিয়ে বসেন। সেসময় সেখানে ছিলেন সিবিআই আধিকারিক কল্যাণ ভট্টাচার্য, ওয়াসিম আক্রম খান ও ইনস্পেক্টর মলয় দাস। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁদের নির্দেশ দেন, তৎক্ষণাৎ প্রেসিডেন্সি সংশোধনাগারে চলে গিয়ে রাত সাড়ে ৮টা থেকে মানিককে জিজ্ঞাসাবাদের জন্য। মামলার বিষয়বস্তু তদন্তকারী অফিসারদের বুঝিয়েও দেওয়া হয়। নির্দেশ দেওয়া হয় জেল সুপার যেন সিবিআই অফিসারদের সহযোগিতা করেন। বিচারপতির নির্দেশ মেনে প্রেসিডেন্সি জেলে মঙ্গলবার রাতে পৌঁছে গিয়েছেন সিবিআইয়ের চার আধিকারিক। হাই কোর্টের নির্দেশ মেনে করা হবে ভিডিয়োগ্রাফি। তবে, সিবিআইয়ের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। সিবিআই আধিকারিকদের উদ্দেশ্যে বলেন, দরকার হলে দিল্লি থেকে সিবিআইয়ের অধিকর্তাকে তলব করব। আপনারা না পারলে আমি দেশের প্রধানমন্ত্রীর দফতরে বিষয়টি বলব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct