আপনজন ডেস্ক: বিরোধী জোট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের তীব্র সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি মনে করেন তিনি (নরেন্দ্র মোদি) 'ইন্ডিয়া' নামটি পছন্দ করেন। মঙ্গলবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি যত বেশি বিরোধী জোট সম্পর্কে খারাপ কথা বলবে, ততই তারা তাদের পছন্দের প্রমাণ দেবে। বিরোধী জোট নিয়ে প্রধানমন্ত্রীর কটাক্ষের জবাবে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় ইন্ডিয়া নামটা ওঁর পছন্দ হয়েছে। উনি মন থেকেই গ্রহণ করেছেন। জনসাধারণও এই নাম গ্রহণ করেছেন। সাংবাদিকরা প্রশ্ন করলে কিছু তো বলতে হবে, তাই বলেছেন। ইন্ডিয়া টিম যখন খেলতে নামে তখন কি কেউ মুজাহিদিন বলে? দেশটার নামই তো ইন্ডিয়া। আমাদের মাতৃভূমি ইন্ডিয়া। যত এই নাম নিয়ে যত বাজে কথা বলবে তত মনে হবে এই নাম ওদের পছন্দ হয়েছে।’
২০২৪ সালের লোকসভা নির্বাচনের লক্ষ্যে ২৬টি বিরোধী দল ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য নতুন জোট ‘ইন্ডিয়া’ গঠন করে। সেই জোট নিয়েই মোদি জঙ্িগ গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিন ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ‘ইন্ডিয়া’ জোটের তুলনা করে মন্তব্য করেছিলেন। এদিন বিবাদ সরিয়ে রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে দেখা করা প্রসঙ্গে মমতা বলেন, বিধানসভা সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করতে রাজ্যপালের সাথে দেখা করেছি। এটি একটি সৌজন্য সাক্ষাত ছাড়া আর কিছুই ছিল না। আমি রাজ্যপালকে বলেছি যে অর্থ বিভাগ সম্পর্কিত দুটি বিল বিধানসভায় উপস্থাপিত হতে পারে। যদিও প্রস্তাবিত বিলগুলি সম্পর্কে বিশদ জানাতে অস্বীকার করেন মমতা । মুখ্যমন্ত্রী বলেন, সংক্ষিপ্ত বৈঠকে তিনি শুধু চা খেয়েছেন, বিস্কুট খাননি এবং রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে কোনও আলোচনা করেননি। পঞ্চায়েত নির্বাচনের সময় সহিংসতা নিয়ে আলোচনার জন্য বিধানসভায় দুটি মুলতুবি প্রস্তাব আনার পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, স্পিকার বিষয়টি খতিয়ে দেখবেন। উল্লেখ্য, সোমবার থেকে বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct