আপনজন ডেস্ক: ইম্ফলে কেন্দ্রীয় মন্ত্রী আর কে রঞ্জন সিংয়ের বাসভবনের বাইরে একটি মহিলা সমাবেশের সময় বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে মারে এবং জাতিগত সংঘাত-প্রভাবিত রাজ্যের পরিস্থিতি সম্পর্কে সংসদে তাঁর বক্তব্যের দাবি জানায় সোমবার। দুই মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার বিদেশ মন্ত্রকের জুনিয়র মন্ত্রীর বাড়িতে হামলা হল। মণিপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজ্যে শান্তি পুনরুদ্ধারের দাবিতে একটি মিছিল বের করে। সমাবেশের অনুমতি দেওয়া এলাকা অতিক্রম করার সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। গত ১৯ জুলাই কাংপোকপি জেলায় দু’জন মহিলাকে নগ্ন করে শ্লীলতাহানির একটি ভিডিও প্রকাশ্যে আসার কয়েক দিন পর দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। তবে হামলার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিল না এবং এতে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। ইম্ফল শহরের কংবা এলাকার ওই বাড়িতে নিয়োজিত নিরাপত্তা কর্মীরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধারের দাবি জানায়।
এক বিক্ষোভকারী বলেন, আমরা দাবি করছি, মন্ত্রীকে রাজ্যের পরিস্থিতি নিয়ে সংসদে কথা বলতে হবে। আমরা ইন্টারনেট সেবা ফিরে পেতে চাই। আমাদের সঙ্গে কী ঘটছে তা আমরা মানুষকে জানাতে চাই। এদিকে মণিপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে শান্তি পুনরুদ্ধারের দাবিতে ইম্ফল শহরে একটি সমাবেশের আয়োজন করে।মণিপুর ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন আয়োজিত এই রয়্যালিটি কানচিপুরে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে শুরু হয়। পুলিশ জানিয়েছে, তাদের প্রায় দুই কিলোমিটার দূরে কাকওয়া যাওয়ার অনুমতি ছিল। তবে শিক্ষার্থীরা কাকওয়ে ছাড়িয়ে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে প্রায় চার কিলোমিটার দূরে সিংজামেই পর্যন্ত সমাবেশ চালিয়ে যেতে চেয়েছিল।বিক্ষোভকারীরা কাকওয়া অতিক্রম করে সিংজামেইয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে, যার ফলে কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। শিক্ষার্থীরা নিরস্ত্র এবং শান্তি মিছিল করার কথা বলে পুলিশের পদক্ষেপের প্রতিবাদ জানায়।উল্লেখ্য, ৩ মে রাজ্যে জাতিগত সহিংসতা শুরু হওয়ার পর থেকে ১৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হলে কর্তৃপক্ষ গত ৩ মে প্রথমবারের মতো উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। “শান্তি ও জনশৃঙ্খলার যে কোনও বিঘ্ন রোধ করতে” সময়ে সময়ে এটি বাড়ানো হচ্ছে।গত ১৫ জুন রাতে মন্ত্রীর বাসভবনে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে জনতা। নিরাপত্তা রক্ষী এবং দমকল কর্মীরা অগ্নিসংযোগের চেষ্টা নিয়ন্ত্রণ করতে সক্ষম হন এবং বাড়িটি রক্ষা করতে সক্ষম হন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct