আপনজন ডেস্ক: পঞ্চায়েত নির্বাচন শেষ হতে না হতেই কলকাতা পুলিশ সহ কয়েখটি দফতরে বেশ কিছু নিয়োগের ঘোষণা করল নবান্ন। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। জানা গিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে এদিন সিদ্ধান্ত নেওয়অ হয়েছে, কলকাতা পুলিশে নতুন ২,৫০০ কনস্টেবল নিয়োগ করা হবে। সেই সঙ্গে স্বাস্থ্য দফতরের অধীনে কমিউনিটি হেল্থ অফিসার পদে ৫,৪৬৮ জনকে নিয়োগের প্রস্তাবে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এই নিয়োগও রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে করা হয়েব যাতে স্বচ্ছতা নিযে কোনও প্রশ্ন না ওঠে। এছাড়া পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে ৪০০ জনকে নিয়োগ করা হবে। এই নিয়োগ নিয়ে পিএসসি খুব দ্রুত বিজ্ঞপ্তি জারি করবে বলে নবান্ন সূত্রে খবর। উল্লেখ্য, গত মে মাসেই নবান্ন থেকে এক বৈঠকে রাজ্যে পুলিশ নিয়োগ প্রক্রিয়া নিয়ে বেশ অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়োগ প্রক্রিয়া সম্পন্নকারীদের একাংশের বিরুদ্ধে অলসতার অভিযোগ তুলেছিলেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct