নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: ভোট এলেই রাজনৈতিক দল তাদের প্রচারের জন্য যত্রতত্র ব্যানার, ফেস্টুন, পতাকা লাগিয়ে থাকে। ভোট শেষে সেগুলি খুলে ফেলা হয়। কিন্তু পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে ১০ দিন কেটে গিয়েছে। এখনো জেলার অধিকাংশ জায়গায় লাগানো রয়েছে ব্যানার, ফেস্টুন পতাকা প্রভৃতি। বৃষ্টির কারণে সেগুলি খুলে খুলে মাটিতে পড়ছে, রাস্তার উপর ঝুলে পড়েছে। আবার বড় বড় বাঁশ দিয়ে বাঁধা পতাকা রাস্তার উপর ঝুলে রয়েছে। একদিকে যেমন দলীয় প্রতীকের অবমাননা অন্যদিকে পরিবেশ দুষন ও দুর্ঘটনায় মতো ঘটনা ঘটার আশংকা করছেন স্থানীয় মানুষজন।ভোটের সময় ঘটা করে এলাকা জুড়ে ব্যানার, ফেস্টুন,পতাকায় মুড়ে দেওয়া হয়। ভোট শেষে সেগুলি আর দায়িত্ব নিয়ে খোলা হয় না। পরিবেশ দূষণ ও দুর্ঘটনার হাত থেকে রেহাই পেতে রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন,পতাকা গুলি খুলে নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলা হয় রাজনৈতিক দলের নেতৃত্বদের সাথে, স্থানীয় মানুষ ও প্রশাসনের কাছে। শিক্ষক অশোককুমার লাটুয়া জানান, ভোট শেষে সমস্ত রাজনৈতিক দলের কর্তব্য তাদের ব্যানার, ফেস্টুন, পতাকা গুলি খুলে নেওয়া। কিন্তু তা করা হচ্ছে না। অহলে দৃশ্য দূষণের পাশাপাশি বিপদের আশংকা করছি। রাজনৈতিক দলের নেতৃত্বরা খুলে নেওয়া উচিত বলে জানালেও তারা তাদের মতো করে অজুহাত দিয়ে চলেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম মেনেই আমরা সরকারি জায়গার উপর যে সমস্ত ব্যানার, ফেস্টুন, পতাকা লাগানো ছিলো সেগুলি আমরা খুলে দিয়েছি। ব্যক্তিগত জায়গায় যেগুলি রয়েছে সেগুলি রাজনৈতিক দলের খুলে নেওয়া উচিত। যদি খুলে না নেওয়া হয় তাহলে আগামীদিনে সর্বদলীয় বৈঠক ডেকে যাতে খুলে নেওয়ার ব্যবস্থা করা যায় সেদিকে নজর থাকে। এখন দেখার কবে খোলা হয় যত্রতত্র লাগানো রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন ও পতাকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct