আপনজন ডেস্ক: মাত্র কয়েক মাসের ব্যবধানে সুইডেনে বেশ কয়েকবার পবিত্র কুরআন অবমাননার মতো ঘটনা ঘটে। সবশেষ গত বৃহস্পতিবারও পুলিশি নিরাপত্তায় অবমাননা করা হয় পবিত্র এই গ্রন্থ। যার বিরুদ্ধে একাট্টা হয়ে নিন্দা ও ক্ষোভে ফেঁটে পড়ছে মুসলিম বিশ্ব। বার্তা সংস্থা রয়টার্স জানায়, পুলিশের অনুমতি নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার সুইডেনের রাজধানী স্টোকহোমে বিক্ষোভ করে কিছু কট্টরপন্থি। ওই বিক্ষোভ থেকে ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন অবমাননা করেন এক কট্টরপন্থি। যিনি এর আগেও ঈদুল আজহার দিন কোরআন অবমাননা করেছিলন। এ ঘটনায় ফুঁসে ওঠে মুসলিম বিশ্ব। সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, কোরআন অবমাননার পর ইরাকের বাগদাদে সুইডেন দূতাবাসে হামলা চালায় দেশটির সাধারণ মুসলিমরা। শুধু তাই নয়, দেশটিতে থাকা সুইডিশ রষ্ট্রদূতকে ইরাক ছাড়ার নির্দেশ দেয় পশ্চিম এশিয়ার দেশটি। এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানায় মুসলিম দেশগুলোর জোট ওআইসি। শুক্রবার এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেন জোটের মহাসচিব হুসেইন ইব্রাহীম তাহা। তিনি বলেন, কোরআন অবমাননা কখনোই স্বাধীনতার বহিঃপ্রকাশ হতে পারে না, এটা স্পষ্টত উসকানি। সুইডিশ কর্তৃপক্ষকে এ ধরনের ঘৃণিত কাজ বন্ধ করার আহ্বান জানান তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct