আপনজন ডেস্ক: বিদেশি বন্ধুদের ব্যক্তিগত ভিজিট ভিসায় উমরাহ পালনের আমন্ত্রণ জানাতে পারবে সৌদি আরবের নাগরিকরা। গত বৃহস্পতিবার (২০ জুলাই) টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয়। নতুন এ ভিসার সুবিধা প্রসঙ্গে মন্ত্রণালয় জানায়, এই ভিসার চারটি সুবিধা রয়েছে। প্রথমত, তা একক প্রবেশ বা একাধিক প্রবেশের সুবিধাসংবলিত ভিসা হতে পারে। দ্বিতীয়ত, ভিসাধারীরা উমরাহ করতে পারবেন এবং মদিনায় মসজিদ-ই-নববীতে যেতে পারবেন। এ ছাড়া তাঁরা সৌদি আরবের আশপাশের সব অঞ্চল ও শহর ভ্রমণ করতে পারবেন। এর সর্বশেষ সুবিধা হলো, এই ভিসাধারীরা সৌদি আরবের বিভিন্ন ঐতিহাসিক স্থান ও প্রধান শহরগুলো পরিদর্শনের সুযোগ পাবেন। মন্ত্রণালয় আরো জানিয়েছে, সিঙ্গল এন্ট্রি ভিসার মেয়াদকাল অবস্থানের সময়সহ সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত থাকবে। আর মাল্টিপল এন্ট্রি ভিসার মেয়াদ প্রতিটি ভিজিটে ৯০ দিন অবস্থানের মেয়াদসহ ৩৬৫ দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা প্ল্যাটফরমের মাধ্যমে ব্যক্তিগত ভিসার জন্য আবেদন করা যাবে। পবিত্র হজের আনুষ্ঠানিকতার কারণে গত ১৮ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত উমরাহযাত্রীদের আগমন স্থগিত রেখেছিল সৌদি আরব। এরপর গত ১১ জুলাই থেকে ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ৯০ দিন মেয়াদি উমরাহর ই-ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct