আপনজন ডেস্ক: বামফ্রন্টের ৩৪ বছরের শাসনামলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলকেই স্বর্ণযুগ বলে দাবি করে থাকেন বামেরা। সেই জ্যোতি বসুকে টপকে দেশের দ্বিতীয় দীর্ঘতম মুখ্যমন্ত্রী হলেন ওড়িশার নবীন পট্টনায়েক। সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং এখনও দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড ধরে রেখছেন। তিনি ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ২৭ মে পর্যন্ত হিমালয় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন।ওড়িশার পাঁচবারের মুখ্যমন্ত্রী পট্টনায়েক ২০ সালের ৫ মার্চ দায়িত্ব গ্রহণ করেন এবং ২৩ বছর ১৩৮ দিন ধরে এই পদে অধিষ্ঠিত ছিলেন। জ্যোতি বসু ১৯৭৭ সালের ২১ জুন থেকে ২০ সালের ৫ নভেম্বর পর্যন্ত ২৩ বছর ১৩৭ দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। চামলিং এবং বসুর পরে পট্টনায়েক তৃতীয় নেতা যিনি পরপর পাঁচবার কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। ক্ষমতাসীন বিজেডি যদি ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়, তাহলে পট্টনায়েক হবেন ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রী। বিজেডি-র সহ-সভাপতি প্রসন্ন আচার্য বলেন, “আমরা খুশি যে আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর রেকর্ড অতিক্রম করেছেন। আমি নিশ্চিত যে পট্টনায়েক অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দেবেন এবং সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী হিসাবে আবির্ভূত হবেন। কংগ্রেস নেতা এস এস সালুজা বলেন, “আমরা নবীন পট্টনায়েককে দ্বিতীয় দীর্ঘমেয়াদি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন জানাই। কিন্তু পট্টনায়েক তাঁর মেয়াদে কিছুই করছেন না বলে আমরা ব্যথিত। বর্ষীয়ান বিরোধী দলের নেতা সুরেশ পূজারী বলেন, কেউ কতদিন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তা ইতিহাস মনে রাখবে না। তিনি রাজ্যের জন্য কি করেছেন সেটাই বড় কথা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct