আপনজন ডেস্ক: জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমা আখতার রবিবার জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মেডিকেল কলেজ খোলার অনুমতি পেয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী সমাবর্তন অনুষ্ঠানে নাজমা আখতার বলেন, উপাচার্য হিসেবে তিনি সবসময় তার শিক্ষার্থী ও শিক্ষকদের পক্ষ থেকে একটি মেডিকেল কলেজের জন্য অনুরোধ করেছেন। জামিয়া মিলিয়া ইসলামিয়ার শতবর্ষপূর্তি সমাবর্তন অনুষ্ঠান রবিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে উদযাপিত হয়। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে নাজমা আখতার বলেন, আমাদের কঠোর পরিশ্রম সফল হয়েছে। ‘আমাদের কয়েক বছরের স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে। আখতার আরও বলেন, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়টি মধ্যপ্রাচ্যে একটি আন্তর্জাতিক ক্যাম্পাস স্থাপনের পরিকল্পনা করছে। অনুষ্ঠানে ধর্মেন্দ্র প্রধান বলেন, জামিয়াকে বৈশ্বিক স্বাস্থ্য সমস্যার জন্য একটি শহুরে গবেষণা কেন্দ্রে পরিণত করা হবে। এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct